ইসলামী দলগুলোর ঐক্যের বীজ বোনা গোলাম
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২৭ অক্টোবর, ২০১৪, ০৩:৩৮:৩৮ দুপুর
বায়তুল মোকাররমের খতিব মাওলানা ওবায়দুল্লাহ সাহেবের সভাপতিত্বে সর্বদলীয় ইসলামী মহাজোট গঠনের উদ্যোগ নিয়ে সকল ইসলামী সংগঠন বসেছিলো। সবাই খুব আশাবাদি, খুব খুশি।
হঠাৎ চরমোনাইয়ের তৎকালীন পীর বলে বসলেন- মওদূদীর ইসলাম বিরোধী লেখা আর কিতাব বাদ দিলেই জামায়াতের সাথে জোট করা যাবে। তাছাড়া নয়।
অধ্যাপক গোলাম আযম বললেন- ঠিক আছে, আপনারা মাওলানা মওদূদীর লেখা সকল বই এর তালিকা প্রস্তুত করেন। তারপর উভয় দলের সর্বজন গ্রহনীয় আলেমদের সমন্বয়ে গঠিত একটা বোর্ডে তা উত্থাপন করে যেগুলো আপত্তিকর বলে রায় হয় সেগুলো বাদ দিয়ে আমরা আমাদের পুনর্গঠনে রাজি আছি।
মাওলানা ওবায়দুল্লাহ তো সবই জানেন। তিনি মুচকি মুচকি হেসে বললেন, পীর সাহেব, বল কিন্তু এখন আপনাদের কোর্টে।
সেই যে তাদের কোর্টে বল গেল, আজও সেই বল ফিরে এলো না। না হলো তালিকা দেয়া, না আলেমদের বোর্ড, ইসলামী ঐক্য গড়ার উদ্যোগও তাদের কারনে আজ পর্যন্ত বন্ধ থেকে গেল।
জানিনা 'অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর মাঝে তারা এই বল ফিরিয়ে দেয়ার প্রয়োজন থেকে নিস্কৃতি পেয়েছে'- এমনটাই ভাবছে কিনা।
তবে জানি এই সবুজ দিগন্তে অধ্যাপক গোলাম আযমের চোখে আকাশ ছোঁয়া ইসলামী বিপ্লবের স্বপ্ন তাঁকে এতটাই পাগলপারা করেছিলো যে, সরকার তাকে নাগরিকত্ব বঞ্চিত করার পরেও হাজার গুন উন্নত মধ্যপ্রাচ্যের কোন দেশের রাজনৈতিক আশ্রয়ে থেকে আন্তর্জাতিক অংগনে কাজ না করে স্পষ্টতই ঘোর বিপদকে মাথায় নিয়ে বাংলাদেশে এসেছিলেন তিনি। স্বাভাবিক ভাবেই তাঁর এই ত্যাগ লক্ষ লক্ষ স্বপ্নবান তরুনের সৃজন করেছে। তাই ইসলামের ঐক্য আজ ছেলে খেলা নয়, এটা বাস্তবতা, এটা যুগের চাহিদা!
পীরতন্ত্র, ধর্ম ব্যবসায়ীরা যাই ভাবুক, উচ্চমানের গোলাম রেখে গেছেন বিরাট এক গোলামের মিছিল!!!
বিষয়: বিবিধ
১৩৩৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই প্রশ্নের উত্তর এখনও কেউ দেননি। মাওলানা মওদুদির বিরুদ্ধে অভিযোগ করা হয় সাহাবিদের সমালোচনার কিন্তু তার প্রমান এখনও পেলাম না।
"আমরা মাওলানা মাউদুদিকে নবী মানিনা। াপনারা বলেন কোন কোন বই বাদ দিতে হবে। উনারা ৫/৬ টা বই এর নাম দেন। ঐ বৈঠকেই কাজি সাহেব ঘোষণা দেন আজ থেকে জামাআতের সিলেবাস থেকে বই গুলো বাদ দেয়া হলো। উনারা এম এম এ মাজলিসে মুত্তাহিদা আমিলা গঠন করলেন।
বল কোর্টে দিলে কি আর ঐক্যমত হয়?
আমি অধ্যাপক গোলাম আযম কে এই বিষয়ের কথা বললে তিনি জবাব দিয়েছিলেন: আমার চেয়ে কাজি হুসায়ন অনেক উদার।
তবে আমি বানি ইসলামি দল গুলোর ঐক্যের ব্যাপারে গোলাম আযম সাহেব যেমন ভূমিকা নিয়েছিলেন, অন্য পক্ষথেকে ঐ রকম কেও করেনি।
বাংলাদেশীদের রক্তে একটু ঝামেলাই আছে। অনেক জাতি গোষ্ঠির রক্তে এই জাতি নানান রোগে আক্রান্ত।
ধন্যবাদ আপনার লেখাটির জন্য
মন্তব্য করতে লগইন করুন