এক মজলুমের জানাযায় লাখো মজলুম
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২৫ অক্টোবর, ২০১৪, ০৩:১২:২৮ দুপুর
বাংলাদেশে ইসলামী আন্দোলনের অগ্রগণ্য ব্যাক্তিত্ব, ইসলামী আন্দোলনের পুরোধা, ইসলাম বিরোধীদের চোখের বিষ, সংগ্রামী মজলুম মরহুম জননেতা অধ্যাপক গোলাম আজমের জানাযায় উপস্থিত থাকার সৌভাগ্য কয়জনের হয়???
এই সুযোগ আল্লাহ সবাইকে দেন না। আল্লাহর অশেষ কুদরতে এই জানাযায় উপস্থিত ছিলাম আল্লাহর এই নগণ্য গোলাম। উপস্থিত লাখো জনতার কন্ঠ নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে ছিল মুখরিত।
তাদের চোখে মুখে শোক নয়, ইসলামী বিপ্লবের স্বপ্ন ছিল জ্বলজ্বল করছিল।
যে স্বপ্ন দেখতে দেখতে জীবন শেষ করে গেলেন আমাদের নয়নের মনি, সেই স্বপ্নকে বাস্তবায়িত করার দৃঢ় সংকল্পে সংকল্পবদ্ধ হয়ে শপথে বলীয়ান হয়ে আজ প্রিয় এই নেতাকে বিদায় জানিয়ে দিল এদেশের ইসলাম প্রিয় লাখো কোটি জনতা।
ইসলামী আন্দোলনের কোটি জনশক্তির চোখের পানি যার জন্য ঝরেছে, আল্লাহ তাকে শহীদদের সাথেই স্থান দিবেন।
বিষয়: বিবিধ
১৪০৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন।
মন্তব্য করতে লগইন করুন