শহীদ না হয়েও তুমি শহীদ গোলাম আযম

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২৪ অক্টোবর, ২০১৪, ০১:৫৫:৪৪ দুপুর

যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না। (আল-কোরআন)




আল্লাহর রাস্তায় নিহত হওয়া মানে কি কেবল বাতিলের তরবারির আঘাতে শরীর থেকে মস্তক ছিন্ন হয়ে যাওয়া অথবা বাতিলের বোমার আঘাতে শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা বাতিলের গুলির আঘাতে নিষ্প্রাণ দেহ নিয়ে মাটিতে লুটিয়ে পড়া???

কিন্তু
যিনি বাতিলের অবৈধ আদালত নামক তরবারির আঘাতে আঘাতে প্রতি মূহুর্তে জর্জরিত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি কি শহীদ নন???


যাকে ৯০ বছর বয়সে অন্ধকার কারাগারে আবদ্ধ রেখে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, অপবাদের তীরে করা হয়েছে রক্তাক্ত তিনি কি শহীদের থেকে কোন অংশে কম মর্যাদার হতে পারেন???


যাকে বাতিলের সীসার তৈরী করা গুলির যন্ত্রনা নয়,
হজম করতে হয়েছে তীব্র মানসিক যন্ত্রনা যাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার বক্ষ তার উচ্চতা শহীদদের নীচে থাকবে, এটা কি কল্পনাও করা যায়???


যার জীবনের প্রতিটি মূহুর্ত চলে গেছে ইসলামী আন্দোলনের সিপাহসালার তৈরীর প্রচেষ্টায়, যার কথা শুনে, যার আচরনে মুগ্ধ হয়ে, যার লেখা বই পড়ে ইসলামী আন্দোলনে শামিল হয়েছেন হাজারো লক্ষ্য তরুন যারা তার জীবন থেকে অনুপ্রেরনা নিয়েই ইসলামী আন্দোলনের কাজে ঝাপিয়ে পড়ে শহীদ হয়ে গেছেন, তাঁর সম্মান আল্লাহর কাছে এইসব শহীদদের থেকে কি কখনো কম হয়ে পারে???

আল্লাহর দরবারে শহীদদের কাঁতারে যেন তোমার ঠাঁই হয়, হে ইসলামের ঝান্ডাবাহী সিপাহসালার...

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277809
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪৭
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো। জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩৭
221704
ইঁচড়ে পাকা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ Happy
277831
২৪ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫৬
ইবনে হাসেম লিখেছেন : মরহুম অধ্যাপক গোলাম আযম! বাংলার এক ক্ষণজম্মা মহাপুরুষ! বাংলার দিকহারা মুসলমানদের জন্য আল্লাহ প্রেরিত এক অনুপম প্রেরণার আধার!! ইসলামের প্রচার ও প্রতিষ্ঠায়, ইসলাম ধর্মকে রাষ্ট্র ও সমাজে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠায় তাঁর গুরু মরহুম মাওলানা সৈয়দ আবুল আ’লা মওদূদীর সংগ্রামী যোগ্য উত্তরসূরী এবং বর্তমান শতাব্দীর এক নির্ভীক সিপাহশালার!! বাংলাদেশের ইসলামী আন্দোলনের এক কিংবদন্তীসম প্রাণপুরুষ!!! ছোট বড়, ছেলে বুড়ো, শিক্ষিত, অশিক্ষিত, শ্রমিক, কৃষক তথা আপামর জনসাধারণের জন্য ইসলামী চেতনার জাগরণ, ইসলামী জ্ঞান আহরণ ও বিতরণ এবং ইসলামী আন্দোলনের ক্ষেত্র বিনির্মানে এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব তিনি। অধ্যাপক গোলাম আযম বাংলার দিগভ্রান্ত জনতার জন্য আল্লাহ প্রদত্ত বিষম্য়কর এক প্রতিভা এবং বিরামহীন উদ্দীপণার নাম। বাতিলের রক্তচক্ষুকে উপেক্ষা করে আল্লাহর জমীনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার লক্ষ্যে সমগ্র জীবন ও যৌবনকে বিলিয়ে দেয়ার এক অকুতোভয়, সংগ্রামী এবং বিপ্লবী নেতৃত্বের প্রতিকৃতি অধ্যাপক গোলাম আযম।
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।

২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৮
221716
ইঁচড়ে পাকা লিখেছেন : আমীন।
277853
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৫
ইবনে আহমাদ লিখেছেন : একমত। আল্লাহ তাকে তার উত্তম মেহমান হিসাবে গ্রহণ করুন। আমীন।
২৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৩
221729
ইঁচড়ে পাকা লিখেছেন : আমিন।
277877
২৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
শেখের পোলা লিখেছেন : "ফাদ খুলি ফি ইবাদী ওয়াদখুলি জান্নাতী" তো এদের জন্যই৷
২৪ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:২২
221737
ইঁচড়ে পাকা লিখেছেন : ঠিক বলেছেন, ধন্যবাদ।
277886
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৮
আবু জারীর লিখেছেন : ইনশা’আল্লাহ তিনি শহীদের মর্যাদাই পাবেন আল্লাহর দরবারে।
২৪ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৪
221778
ইঁচড়ে পাকা লিখেছেন : আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File