শহীদ না হয়েও তুমি শহীদ গোলাম আযম
লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ২৪ অক্টোবর, ২০১৪, ০১:৫৫:৪৪ দুপুর
যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবত। কিন্তু তোমরা তা বুঝতে পারো না। (আল-কোরআন)
আল্লাহর রাস্তায় নিহত হওয়া মানে কি কেবল বাতিলের তরবারির আঘাতে শরীর থেকে মস্তক ছিন্ন হয়ে যাওয়া অথবা বাতিলের বোমার আঘাতে শরীর ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়া অথবা বাতিলের গুলির আঘাতে নিষ্প্রাণ দেহ নিয়ে মাটিতে লুটিয়ে পড়া???
কিন্তু
যিনি বাতিলের অবৈধ আদালত নামক তরবারির আঘাতে আঘাতে প্রতি মূহুর্তে জর্জরিত হয়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন তিনি কি শহীদ নন???
যাকে ৯০ বছর বয়সে অন্ধকার কারাগারে আবদ্ধ রেখে তিলে তিলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, অপবাদের তীরে করা হয়েছে রক্তাক্ত তিনি কি শহীদের থেকে কোন অংশে কম মর্যাদার হতে পারেন???
যাকে বাতিলের সীসার তৈরী করা গুলির যন্ত্রনা নয়,
হজম করতে হয়েছে তীব্র মানসিক যন্ত্রনা যাতে ছিন্ন ভিন্ন হয়ে গেছে তার বক্ষ তার উচ্চতা শহীদদের নীচে থাকবে, এটা কি কল্পনাও করা যায়???
যার জীবনের প্রতিটি মূহুর্ত চলে গেছে ইসলামী আন্দোলনের সিপাহসালার তৈরীর প্রচেষ্টায়, যার কথা শুনে, যার আচরনে মুগ্ধ হয়ে, যার লেখা বই পড়ে ইসলামী আন্দোলনে শামিল হয়েছেন হাজারো লক্ষ্য তরুন যারা তার জীবন থেকে অনুপ্রেরনা নিয়েই ইসলামী আন্দোলনের কাজে ঝাপিয়ে পড়ে শহীদ হয়ে গেছেন, তাঁর সম্মান আল্লাহর কাছে এইসব শহীদদের থেকে কি কখনো কম হয়ে পারে???
আল্লাহর দরবারে শহীদদের কাঁতারে যেন তোমার ঠাঁই হয়, হে ইসলামের ঝান্ডাবাহী সিপাহসালার...
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ্ পাকের নিকট তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবার সহ দেশে বিদেশে ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মীদের ধৈর্য্য ও সাহসের সাথে সর্বাবস্থার সঠিক মোকাবিলা করার প্রত্যয় ও বুদ্ধির জন্য প্রার্থনা জানাই। আল্লাহ তুমি আমাদের মরহুম নেতাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ আসনে আসীন করে নিও, আমীন, ইয়া রাব্বাল আ'লামীন।
মন্তব্য করতে লগইন করুন