আসছে বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি

লিখেছেন লিখেছেন ইঁচড়ে পাকা ১৬ অক্টোবর, ২০১৪, ০৪:০২:৩৪ বিকাল

বুয়েট ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করার কথা রয়েছে আগামী ২২/১০/১৪ ইং তারিখে।



বুয়েটের হল কমিটি ঘোষণার দীর্ঘ দেড় বছর পর বুয়েটের সেন্ট্রাল কমিটি ঘোষণা হতে যাচ্ছে।

কমিটি ঘোষণা নিয়ে বুয়েট ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের আশংকাও প্রকাশ করছেন অনেকে।

সংঘর্ষ হোক বা না হোক বুয়েটে সাধারণ ছাত্রছাত্রীরা বুয়েট ছাত্রলীগের সামগ্রিক কর্মকান্ডে অত্যন্ত ক্ষুব্ধ। জুনিয়রদের সাথে বাজে ব্যাবহার, মারপিট, ক্যান্টিন, সেলুন এমনকি মসজিদ থেকে চাঁদাবাজির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। প্রভোস্ট স্যারের সাথে অশোভন আচরণ করেছে তিতুমীর হলের ছাত্রলীগের এক নেতা। চলছে সিট নিয়ে বানিজ্য। এক রুমে একজন দুইজন করে থাকছেন হলগুলোর ছাত্রলীগের নেতারা। গভীর রাতে জুনিয়রদেরকে ডেকে নিয়ে সারাদিনের কর্মকান্ড সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়।

এমনকি একজনের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। সবাই সব কিছু জানলেও কেউ মুখ খুলে কিছু বলতে পারে না। নতুন কমিটি ঘোষণা হলে তাদের এই উচ্ছৃংখলতা আরো কয়েক গুনে বেড়ে যাবে। তাই প্রশাসনের আরো শক্ত এবং কঠোর পদক্ষেপের প্রত্যাশী আমরা বুয়েটিয়ানরা।

বিষয়: বিবিধ

১০৬৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274976
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৫
নূর আল আমিন লিখেছেন : যেই লাউ সেই কদু মুজিব সেনারা এসব মহত কাজ(চাদাবাজী ধর্ষণ ইত্যাদি) না করলে কে করবে শুনি?
১৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৫১
218967
ইঁচড়ে পাকা লিখেছেন : জিয়ার সেনারাও কিন্তু কম যায় না ...Winking ক্ষমতায় থাকলে লোভ সামলানো কঠিন হয়ে যায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File