মামলার সাক্ষী ময়না পাখী ৫পর্ব

লিখেছেন লিখেছেন মোঃআয়নাল হক ০৮ সেপ্টেম্বর, ২০১৫, ১১:৪৫:১২ সকাল

ময়না

পাখি

আমার জন্য

হবে পাগল

আমার বড়

ভাই

আর

মতিজান জানের জান ভালোবাসা

ময়না

আমাকে না পাইলে ওরা প্রাণেতে

বাঁচবেনা

এইরুপ কান্না করে নাহি ছাড়ে

মাঝিঝা দুইজন

জলের ভিতরে তারে তখন দিল বিসর্জন

যখন কেন্দে উঠল টের পাইল বিবি

মতিজান

পতির শোকে ব্যাকুল হয়ে কেন্দে উঠে

প্রাণ

বলে মালেক সাঁই গতি নাই তুমি বিনে

আর

সতীর ধর্ম রক্ষা কর পাক পরোয়ার

সতী ব্যাকুল দ্বেলে এই বলে

করিতেছে রোদন

পাছার মাঝি বলে তুমি কান্দ কি

কারণ

যাবে আমার বাড়ী প্রাণেশ্বরী

কেন্দেনা কেন্দেনা

তোমায় দিব একুশ ভরি সোনার গহণা

দুষ্টের বাক্য শুনে সতীর প্রাণে

লাগিছে আঘাত

সতী কান্দে খোদার কাছে কয় স্বামী

সাত রাজার ধণ

তুমি অন্তরর্যামী জগৎ স্বামী জগৎতের

সার

পড়েছি আজ ঘোর বিপদে করহে উদ্ধার

এরইরুপ আরাধনা পাক রাব্বনা করিল

কবুল

মাঝি মাল্লার দিক বিদিকের হয়ে

গেল ভুল

যাকে কোন দিকেতে কুয়াশাতে

আচ্ছন্ন হয়েছে

নদীর ভিতর প্রবল বেড়ে তুফান উঠে

গেছে

হইল দিশেহারা দুই চার কষে মারে_

দাঁড়

অস্থির হইয়া গেল না পাইল কিনার

গেল বেহুশ হইয়া রয় বসিয়া বইঠা দিল

ছেড়ে

ভাসিতে ভাসিতে নৌকা লাগিল

কিনারে

দেখে বিধির নীলা আজ খেলা

তুফানের চোটে

নৌকা গিয়া চাপিয়াছে জেকের

আলীর ঘাটে

এদিকে জেকের আলী শোনেন বলি

রাত্র বারটার পরে

তাহাজ্জত পড়তে আইল অজু করিবারে

বিষয়: সাহিত্য

১১১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File