স্বপ্ন কুমার মঘেরা মরে গেলে বৃষ্টি হয়
লিখেছেন লিখেছেন মোঃআয়নাল হক ০৬ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:০৫:১২ রাত
স্বপ্ন কুমার মেঘেরা মরে গেরে
বৃষ্টি
=========================
ইশ্ মেঘেরা কেন যে উড়ে"""""
ইশ্ মেঘেরা কেন যে ঘুড়ে
আচ্ছা মেঘেদের ওকি পুনর্জন্ম হয়
সবারই কোনো না কোনো গন্তব্য
ধাকে
থাকে কোনো আশ্রয়
মেঘেদের জন্য বড় কষ্ট হয়
মেঘেরা কেবলই উড়ে
মেঘেরা কেবলই ঘুরে
ঘুরে ঘুরে ক্লান্ত হয় আর
একদিন ঝরে পড়ে ''''''''
বিষয়: সাহিত্য
১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন