তবু ছুয়ে দেখি বৃষ্টি মন ভেজায় না শরীর দেখেনি কেউ না তুমিও.....

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ৩১ অক্টোবর, ২০১৬, ১২:৫২:৪৩ দুপুর



অনেক দিন বাদে আজ এই শহরে বৃষ্টি নামল। আমার মন শহরে রোজই তো বৃষ্টি হয়! এই দুই বৃষ্টির মাঝে পার্থক্যটা অনেক।

ভোর রাতে বৃষ্টির শব্দে ঘুম ভেঙেছিল। অন্যদিন হলে ঘুম ভাঙলে আর ঘুম আসত না। আজ এই বৃষ্টির শব্দ আমাকে আরও গভীর ঘুমে নিয়ে যাচ্ছে।

চারিদিকে যখন সকালের আলো ফুটে উঠেছে তখনও বৃষ্টি ঝরেই চলেছে।আজ বুঝি বৃষ্টি থামবার কোন লক্ষনই নেই।

অনেক দিন বাদে যখন বৃষ্টি নামে তখন মন যে কত কি করতে চাই।

সবার আগে অবশ্যই প্রিয় কারও সান্যিধ্য পেতে চাইব।সেই প্রিয় মানুষটার সাথে খুব গল্প হবে। নইলে তার হাত দুটি ধরে বৃষ্টির শব্দ শুনব।

আরও অনেক কিছু.....

আগে যখন বৃষ্টি হত তখন আমি খাতা কলম সামনে নিয়ে কবিতা লিখতে বসে যেতাম। এখন আর কেন জানি মনে কবিতা আসে না।

মনটা মনে হয় কাটখোট্টা হয়ে গেছে।কাটখোট্টা মন নিয়ে কি আর কবিতা লেখা যায়?

আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে, কবিদের মন কি তার কবিতার মতই সুন্দর?

অনেক দিন পরে এই শহরটা বৃষ্টিতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আমিও শহরটার মত বৃষ্টিতে ভিজে আমার মনের যত ময়লা ধুয়ে মুছে সাফ করেতে চাই।

মন কি আসলেই বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়?

বৃষ্টি হলে খুব ছুয়ে দেখতে চাই মন। তাই বৃষ্টি হলেই হাত বাড়িয়ে ছুয়ে দেই....

খুব চেষ্টা করছি বৃষ্টি নিয়ে একটা কবিতা লিখতে কিন্তু পারছি না.....

তবু ছুয়ে দেখি বৃষ্টি

মন ভেজায় না শরীর

দেখেনি কেউ

না তুমিও.....

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379343
০১ নভেম্বর ২০১৬ বিকাল ০৫:৩৬
রাইয়ান লিখেছেন : দারুন লাগলো .....

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File