এ যে এক অনবদ্য কবিতা
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ৩০ অক্টোবর, ২০১৬, ০২:২৮:২৭ দুপুর
কিছু এলোমেলো শব্দ গুলোকে
ক্রমান্বয়ে সাজাতে গিয়ে
বারে বারে ব্যর্থ হয়ে যায়
তবু ভাবি কেউ হয়তো
এই এলো মেলো শব্দ গুলোতে
চোঁখ বুলাতে বুলাতে ভাববে
আহ কি সুন্দর!
এ যে এক অনবদ্য কবিতা।
না এখনও পাইনি
কারও উচ্ছাসিত মন্তব্য
কেউ বলেনি এলো মেলো এই শব্দ গুলোই
অনবদ্য এক কবিতা।
আমি সব সময় ঘোরের মাঝেই থাকি
অলৌকিক সপ্নে বিশ্বাসী নয়
তবু মন্ত্র মূগদ্ধের মতই
কিছু সপ্ন দেখে যাওয়া।
ন্যাকামি করে হয়তো বলিনি
তুমি পাশে থাকলেই
এলোমেলো শব্দ গুলোই হবে
এক অনবদ্য কবিতা।
আজ যা হারিয়েছি
তা হয়তো ওই ন্যাকামি না করার জন্যই।
আবার যদি কখনও দেখা হয়
ন্যাকামি করে তোমায় কিছু কথা বলতে
একদম ভুলব না।
বিষয়: বিবিধ
১২২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন