তবুও সত্য গুলো চোঁখে ভাসে সর্ব সময়

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৪ এপ্রিল, ২০১৬, ০২:০৬:১৫ দুপুর



আজকাল কিছু শব্দ খুঁজি

মনকে শান্ত রাখার মত শব্দ

দম বন্ধ হয়ে মৃত্যু হলে

কেমন কষ্ট হবে জানিনা

বুকের ভেতর চাপা দুঃখ গুলো

যে কষ্ট দেয়

তাও তো নেহাত কম নয়।

জানালা গুলো সব সময়ই বন্ধ রাখি

হয়তো সত্যটা দেখতে ভয় পায়

তবু অন্ধকারের মাঝেই

সত্যটা আলো হয়ে জ্বলে উঠে।

আকাশটা দেখা হয়নি অনেক দিন

জানালাটা খুলব ভাবি

হয়তো কিছু মন শান্ত করা শব্দরা উড়ে আসবে।

চোঁখ বন্ধ ছিল অনাদিকাল

এখনও আছে

তবু সত্য গুলো চোঁখে ভাসে সর্ব সময়।

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366957
২৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ভাল লাগল। আশা করি নিয়মিত লিখবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File