স্বার্থকতা

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ০৩:০৫:০৭ দুপুর





অপ্রস্ফুটিত কুড়িটি

সময়ের ব্যবধানে

ফোটার অপেক্ষায়।

যখন সে পরিপূর্ন ভাবে ফুটবে

তখন সে একটি ফুল

হয়তো রং হবে দৃষ্টি নন্দন

গন্ধ হবে আকুল করা

সে হবে সবার চোঁখের তাঁরা।

এমনই ভাবে সে হয়তো কিছুদিন

সবাইকে আনন্দে মাতিয়ে রাখবে

তারপর একদিন ঝরে যাবে

ঝরে যাওয়াটাই কি তার জীবনের স্বার্থকতা?

হয়তো হ্যা হয়তো বা না

আমি আর কতটুকু বুঝি স্বার্থকতার।

বিষয়: বিবিধ

১০০৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360427
২৫ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:২২
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
360430
২৫ ফেব্রুয়ারি ২০১৬ বিকাল ০৪:৫৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File