প্রত্যাবর্তন

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১৮ এপ্রিল, ২০১৫, ০৫:০৩:০৭ বিকাল

একবার হারিয়ে যাব বলে

বিনা নোটিশেই হারিয়ে গিয়েছিলাম

কেউ খোঁজ নিয়েছিল কিনা

সেটা আর জানা হয়নি।

হয়তো আমার খোঁজে

কেউ হেটেছিল দু'কদম

নির্লিপ্তভাবে কেউ ভেবেছিল

হারিয়ে গেলাম কোথায়।

হারিয়ে যাব বলে

যে হারাবার আয়োজন

অবশেষে আর হয়নি হারানো।

প্রেম-মোহ কিম্বা ভালবাসার টানে নয়

হারিয়ে যাওয়ার ইচ্ছেটাই হারিয়ে ফেলেছিলাম

তাইতো আবারও আমার প্রত্যাবর্তন

বিষয়: বিবিধ

৮৭৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315607
১৮ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:২৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হারিয়ে যাবেন কই। স্মরণের কথাও স্মরণে নেই Sad
315618
১৮ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
আফরা লিখেছেন : প্রত্যাবর্তনে খুশি হয়েছি ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File