আকাশের সপ্ন গুলি ছুঁয়ে দেব
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৫ জানুয়ারি, ২০১৫, ০২:৫৯:২৫ দুপুর
অনেক আগে লেখালেখি করতাম খুব উৎসাহের সাথে।আর এখন লেখালিখিতে কোন উৎসাহই পায়না।আমি কিছুু লিখেছি আর সেটা কেউ পড়ছে ভাবলেই খুব লজ্জা লাগে।
একটা বিরাট সপ্ন পুরন হয়েছে আমার!
একুশে বইমেলায় আমার গল্প প্রকাশ হচ্ছে।আর এটা সম্ভব হয়েছে অয়েজুল ভাই,মুজাহিদ ভাই ও মাইনুদ্দিন রাসেলের জন্য।উনাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোট করতে চাই না।বই মেলাতে আমার গল্প প্রকাশ হবে এটাও কারও কাছে বলতে লজ্জা করছে।
জানি কারও টাকা আর বাজারের লিস্ট লেখার অভ্যাস থাকলেই একুশে বই মেলাই নিজের নামে ডজন-ডজন বই প্রকাশ করতে পারবেন।তাই বই প্রকাশ নিয়ে অতটা উচ্ছাস প্রকাশ করছি না।আমার উচ্ছাসটা অন্য কারনে।
এক সময় যাদের মত লেখার সপ্ন দেখতাম তাদের লেখা আর আমার লেখা এক মলাটে প্রকাশ পাচ্ছে।
আমাদের অনেক কাঙ্খিত সেই গল্প সংকোলনের নাম "আকাশের সপ্ন গুলি ছুঁয়ে দেব।
সত্যি সত্যি অকল্পনীয় ভাবে আমরা আকাশের সপ্ন গুলি ছুঁয়ে দিয়েছি।
আপনিও কি সপ্ন গুলো ছুঁয়ে দেখতে চান?
বিষয়: বিবিধ
৯১৪ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন