তোমার একটা দিন আমার কিম্বা আমার একটা দিন তোমার

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২১ জানুয়ারি, ২০১৫, ০৫:২০:০০ বিকাল

একটা দিন না হয় তোমাকেই দিলাম

তোমার একটা দিনও আমার হল

অপ্রস্তুত ছিলাম আমি কিছুটা

সাবলীল কি তুমিও ছিলে?

কাছে টেনে তোমার নিঃস্বাশের শব্দটা

নিঃশব্দে শুনতে ইচ্ছে করছিল খুব

তোমার হাতে হাত রেখে

আঙুলের ভাজে-ভাজে

খুঁজতে ইচ্ছে করছিল

আমার সুখ গুলি কি সব ওখানেই।

তোমার শরীরের গন্ধের যে মাদকতা

তা আমাকে আশ্চর্যভাবে

তোমার আরও কাছে টেনে নিচ্ছিল

সময় গুলো আসলেই কেমন স্বর্থপর

তা না হলে সুখের সময় গুলো

এত সহজেই শেষ হয়ে যায়!

তবুও হল তো যেমন তেমন করে

তোমার একটা দিন আমার

কিম্বা আমার একটা দিন তোমার

বিষয়: বিবিধ

১১১৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301117
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪১
shaidur rahman siddik লিখেছেন : বাহ্...দারুন অনুভূতি
301120
২১ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৫
অনেক পথ বাকি লিখেছেন : জটিল কবিতারে ভাই। Thumbs Up Thumbs Up

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File