তাপসীকে লেখা খোলা চিঠি
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২২ ডিসেম্বর, ২০১৪, ০৯:২২:০৪ সকাল
তাপসী,
ছুটির দিনে দুপুর গুলো ঘুমিয়েই কেটে যায়।আহার নিদ্রা ভয় যতই করিবে ততই হয় কথাটি কিন্তু একদম সত্যি।যেদিন অবসর থাকে সেদিন মনে মনে অনেক কাজই ঠিক করে রাখি কিন্তু কিছুতেই সব কাজ করা হয়ে ওঠে না।আর শীতকালে দিন যেহেতু ছোট তাই দিনের পেছনে ছুটে পারাই দায়।মাঝে-মাঝে সময় একদমই কাটতে চাইনা আবার মাঝে-মাঝে দিন গুলো একেবারে খারাপ যায় না।অনেক কিছুই ভুলে থাকতে চাইলেও মনের ভুলে কিভাবে যেন সে গুলো মনে পড়ে যায়।
পৃথিবীটা কেমন জানিস, এখানে তুই যার রেসপন্স পেতে চাইবি সেই তোকে এড়িয়ে চলতে চাইবে।আবার যার রেসপন্স তুই কখনই আশা করিস না সেই তোকে রেসপন্স করে যাবে।তবে বর্তমানে রেসপন্স করা মানুষ জীবনে খুব কমই পাবে।আর কেউ যদি রেসপন্স করেও তাহলে শেষে দেখবি তার নিজ স্বার্থেই তোকে রেসপন্স করেছে।তাই কারও কাছে রেসপন্স চাইতে কিম্বা পেতে ভাল লাগেনা একদম।তবে এটাও ঠিক অবচেতন মনে কারও রেসপন্স পেতে উদগ্রিব হয়ে বসে থাকি।
তোকে তো বলেছি সম্পর্ক জিনিসটা এখন আর ভাল লাগে না।তাই সম্পর্ক করা বাদ দিয়েছি বছর ছয় আগেই!কিছু পুরানো সম্পর্কের কথা মনে হলে আবার ফিরে পেতে ইচ্ছে করে সে গুলো।একটা সম্পর্ক তৈরি করা কত কঠিন অথচ সেই সম্পর্কটাকে ভেঙে ফেলতে একটা মিনিটও সময় লাগে না।সম্পর্কের অনেক দিকই দেখেছি বেশির ভাগ সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায় স্বার্থপরতার কারনেই।আর তারপর সন্ধেহ ও নিজেকে বড় ভাবাই হল সম্পর্ক ভাঙার অন্যতম কারন।
সম্পর্ক নিয়ে লিখতে গিয়ে মনটা খারাপ হয়ে গেল।
নিজের লেখা একটা কবিতার দুলাইন আওড়িয়েই শেষ করছি-
সম্পর্ক মানেই যে সুখ তা নয়
কিছ কিছুু সম্পর্ক মনের যত অসুখেরও কারন হয়।
বিষয়: বিবিধ
১১২২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছ কিছুু সম্পর্ক মনের যত অসুখেরও কারন হয়। জী ঠিক বলেছেন তাপসীর বন্ধু ধন্যবাদ ভাইয়া ।
যাহোক,ভাল্লাক্সে ।ধইন্যাপাতা !
মন্তব্য করতে লগইন করুন