অপেক্ষায় আমি মাছরাঙা....
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২০ ডিসেম্বর, ২০১৪, ০৩:৩৫:০১ দুপুর
তোমার জীবনে আমি
সূর্য হয়ে উদিত হতে চাইনি
অস্তমিত হয়ে যাওয়ার ভয়ে।
তোমার জীবনে আমি
চাঁদ হয়েও উদিত হতে চাইনি
ক্ষয়ে যাওয়ার ভয়ে।
তিব্র ভালবাসার অনুভূতিটা কি
তা আর কি করে বোঝাব তোমায়
যে বাসে ভলো
সেই জানে
সে ভালোবাসার গভীরতা কতটুকু্।
যদি চাও
সে ভালোবাসার গভীরতা মাপতে
আপত্তি নেই
জানি তল খুঁজে পাবে না।
যাই বল যেটাই বল
মেনে নেয়ার অভ্যাস আছে আমার।
শুধু তোমারই জন্য
অপেক্ষায় আমি মাছরাঙা
তুমি মাছ হয়ে ভাসবে কখন।
বিষয়: বিবিধ
৮৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রেমেতে এবার দাও ইস্তফা
মন্তব্য করতে লগইন করুন