ডুব
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ১১ ডিসেম্বর, ২০১৪, ১০:১৫:৪৮ সকাল
আবার ডুব দিয়েছ!
যে ভাবে জেনে আর না জেনে
তুমি ডুব দাও
ভয়ই হয় আমার
আর যদি কখনও ভেসে না ওঠো।
আমি জানি
তুমি ডুব দেওয়ার আগে
গভীরতা টুকু দেখে নিতে ভুল করনা।
তুমি বুঝে গেছ
যে ভালবাসে তোমাকে প্রকৃত হৃদয় থেকে
তুমি ভেসে না ওঠা পর্যন্ত
সে তোমারই অপেক্ষায় থাকবে।
ডুব দিয়ে নিজেকে বুদ্ধিমান
আর অপেক্ষায়রত জনকে বোকাই ভাব হয়তো।
আদৌ কে বোকা আর বুদ্ধিমান
সেটা ডুব দেওয়া লোকের
অজানায় থেকে যায়!
বিষয়: বিবিধ
৭৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'ডুব দেয়া থেকে আর কখনই যদি ভেসে না উঠতো!!'
কিছু মানুষের জন্যে এমন কামনা করতে মন চায়!!
সেটা ডুব দেওয়া লোকের
অজানায় থেকে যায়!
মন্তব্য করতে লগইন করুন