তাপসীকে লেখা খোলা চিঠি

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৮ ডিসেম্বর, ২০১৪, ০২:০৫:১৭ দুপুর

তাপসী,

লেখার প্রচন্ড ইচ্ছে থাকলেও এখন আর লেখার মত কাউকে খুঁজে পাই না।আর এই ডিজিটাল যুগে কারও কাছে চিঠি লিখলে সে বিরক্তই হবে বটে।তাই চিঠি লেখার অভ্যাসটা আমার দিন দিন শূন্যই হয়ে যাচ্ছে।আজ কেন জানি তোর কাছে খুব লিখতে ইচ্ছে হল।তাই কাগজ কলম বাদে তোকে এই ব্লগেই চিঠি লিখতে বসলাম।

কেমন আছিস আর জানতে চাইলাম না।কারন ভাল থাকার অভিনয়টা তুই ভালই রপ্ত করেছিস।আর আমি এটাও জানি তোর মন আমার মনের মতই হয়তো বলে,সেই ফেলে আসা দিন গুলোতে যদি আবার ফিরে যেতে পারতাম।

জানিস আমি না অনেক কাব্য কনা লিখেছি।শত শত বলতে পারিস।কাব্য কনার মজাটা হল অন্তমিল অন্তমিল না থাকলে সেটাকে আমার কাছে কাব্য কনাই মনে হয় না।যেমন,

বুকের মাঝে

কষ্ট আছে যার

রাত কাটে না তার।

এখানে অন্তমিলটা হল, যার-তার। আরেকটা বলছি,

ফুলে আছে সৌরভ

তুমি আমার গৌরব।

এখানে অন্তমিল হল, সৌরভ-গৌরব।

অন্তমিল থাকলে কাব্য কনা পড়ার মজাই আলাদা।আরও দু একটা বলি তোকে,

পার্কে বসে

বাম বুট চিবায়

বয়স হয়ে যায় পার

তবু প্রেমের দেখা না পায়।

কত দিন খাইনিজে

নিয়ে চলনা চাইনিজে।

থাক কাব্যকনার কথা আরেক দিন বলব তোকে। তোর কাছে একটা জিনিস জানতে ইচ্ছে করছে, তোর আর আমার সম্পর্কটা নষ্ট হওয়ার পেছনে দায়ী ছিল কে।একটা বানোয়াট মিথ্যাকে সত্য কে করে ছিল, সেটা এখনও আমার অজানা।তুই কি জানিস সেই জারজটা কে? জারজ না বলে পারলাম নারে।এই ঘটনাটা আমার জীবনে অনেক প্রভাব ফেলেছিল সে সময়। ওই একটা ঘটনার জন্য তোর সাথে আমার অন্তরঙ্গ সম্পর্কটা নষ্ট হয়েছে। যা হোক হারামিটার নাম জানলে ইনবক্সে জানাস।

অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু এখন সব ভুলে গেছি। ভাল থাকিস।যদি আমার চিঠি তোর ভাল লাগে জানাস তাহলে আবার লিখব।

একটা কাব্য কনা দিয়েই শেষ করি,

দেখতে সুন্দর

ফল মাকাল

এখন ভাল মানুষের

বড় আকাল।

বিষয়: বিবিধ

১০১৯ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

292350
০৮ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
292530
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:০৫
আফরা লিখেছেন : ফুলে আছে সৌরভ
তুমি আমার গৌরব।

ফুলে আছে কাঁটা " পরের লাইন কি হবে ভাইয়া ?
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪১
236169
মোস্তফা সোহলে লিখেছেন : আফরা আপু খেতে ভালবাসে আটা
০৯ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৪২
236170
মোস্তফা সোহলে লিখেছেন : ফুলে আছে কাটা
বৌয়ের কথা না শুনলে
কপালে আছে ঝাটা।

হা হা হা
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
236255
আফরা লিখেছেন : পরেরটা সুন্দর হইছে ভাইয়া ।
292535
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৩
নোমান২৯ লিখেছেন : হারামিটারে পাইলে Time Out Time Out Time Out Time Out Time Out
292701
০৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৩৩
আব্দুল গাফফার লিখেছেন : অসাধারণ চমৎকার =D Applause Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File