তাপসীকে লেখা খোলা চিঠি
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৪ ডিসেম্বর, ২০১৪, ০৮:৪৩:২৭ সকাল
তাপসী
আমরা এই মানুষ গুলোর স্বভাব কেমন জানিস ?অনেক-অনেক ভালোর মাঝে যে দু একটা খারাপ বা নেগেটিভ সাইড থাকে সেটাই আগে গ্রহন করি।তসলিমা নাসরিন কে তো চিনিস যাকে সবাই নিষিদ্ধ লেখিকা হিসেবে চেনে সে কি সব লেখাই অশ্লিল কথা লেখে,তার লেখার মাঝে ভাল কোন কথা থাকে না?আমি সাম্প্রতিক তার কিছু কলাম পড়েছি যার ভেতরে অনেক কথায় ভাল ও যুক্তি সঙ্গত ছিল।তার একটা দোষই আমার কাছে ধরা পড়ে সেটা হল নাস্তিকতা।তাই বলে ভাবিস না আমি তাসলিমা নাসরিন কে সাপোর্ট করি।আমি এটাই বোঝাতে চাইছি যে তার লেখায় ভাল যে দিক গুলো আছে সে গুলো না নিয়ে শুধু খারাপটা নিয়েই আলোচনা করি।
মূল কথাটা বলতে গিয়ে অনেক কথায় বলে ফেললাম।এর আগের চিঠিতে তোকে বলেছিলাম,এখন আর আগের মত ফোনে কারও সাথে কথা বলতে ইচ্ছা করে না ,ধর এই কথাটি নেগেটিভ যার জন্য বিকালে এক বন্ধু লেখাটা নিয়ে আমাকে কিছু কথা শুনিয়ে দিল।কিন্তু দেখ আমি পজিটিভ অনেক কথায় কিন্তু ওখানে বলেছি। যেমন......তারপরও প্রিয় কারো ফোনের আশায় দিন কাটে...
ঈদ প্রসঙ্গ আসল যখন তখন বলেছি......আনন্দ বলতে ওই অতটুকুই যা ঈদেন দিন বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো...
অথচ দেখ বন্ধু আমার পজিটিভ না নিয়ে শুধু নেগেটিভ সাইট গুলোয় দেখল!
তুই কাওকে একশ বার বল,আমি তোমাকে খুব ভালবাসি আর মাত্র এক বার বল আমি তোমাকে ঘৃনা করি।সে কিন্তু তোর ভালবাসার কথা না বলে শুধু ঘৃনার কথাটাই বলবে।
সম্পর্ক তৈরী হতে কত সময় লাগে তাই না?
অথচ দেখ সেই সম্পর্কটাকে ভাঙতে কয়েক মিনিটও লাগে না।সম্পর্কের ভিত্তি যে বিশ্বাস সেই বিশ্বাসটাই এখন নেই আমাদের মাঝে।আমরা একে অপরকে বিশ্বাসের চাইতে সন্ধেহই করি বেশি।
লেখালেখিটা শখ করেই করি।লেখালেখি করতে গিয়ে বেশ কিছু মানুষের সাথে পরিচয় হয়েছিল,সেসব কথা আরেক দিন বলব।একটা কথা বলি শোন,কাউকে ভাল বাসলে তাকে কখনও সন্ধেহ করবি না।কবিতার দুটি লাইন বলি-
সন্ধেহ যখন মনে বাসা বাধে
ভাবাসা পালাতে চাই মন থেকে।
আসলে নেটে বাংলা লেখা না অনেক কষ্টের।তোকে এত কম লিখে মন ভরে না। কি আর করা আজ আর না চোঁখে জ্বালা ধরে গেছে।শেষ বেলাই একটা কাব্য কনা হয়ে যাক,
বুকের মাঝে
কষ্ট আছে যার
রাত কাটে না তার।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কষ্ট আছে যার
রাত কাটে না তার। ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন