তাপসীকে লেখা খোলা চিঠি

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৮ নভেম্বর, ২০১৪, ১১:০২:০৮ সকাল

তাপসী,

কেমন আছিস?

লেখার সময় আমি অবশ্য অতটা ভদ্রতা দেখায় না।আর আজকাল কেমন আছ জানতে চাওয়াটা আমার কাছে আদিখ্যেতাই মনে হয়।

তারপরও প্রিয়জনেরা কেমন আছে,তাদের একেকটা দিন কেমন কাটছে সেটা তো সকলেরই জানতে মন চাই।

আমাদের যার যার স্থানে সবার দিন গুলোই কেমন জানি এক ঘেয়ে।

এই আমি রোজ গেলে একই রুটিনে চলি,ইচ্ছে থাকলেও রুটিনের বাইরে যাবার কোন রাস্তা দেখিনা।

ভাললাগাটা আজকাল মানুষের মাঝ থেকে উঠেই গেছে।সবার মুখেই নড়েচড়ে এক কথায় শুনি, কিছুই ভাল লাগছে না।

তারপরও সব ভাল লাগা এখনও হারিয়ে যায়নি।এইযে ভাল লাগছে বলে তোকে লিখছি।

তুইও হয়তো এই লেখাটা ভাললাগা থেকেই পড়বি।

জীবনে কিছু কিছু কষ্টের কথা কখনো কারও কাছে শেয়ার করিনি।তবে বলতে ইচ্ছে করে।কিন্তু বলার মত মানুষই তো পাইনা।কিছু কথা মাঝে মাঝে শেয়ার করব তোকে।

তোর ভাললাগার রেশটা বেশি স্থায়ী করতে পারলাম না।

শেষে প্রিয় কবিতার দুটি লাইন আওড়াই-

আর না হয় যত্ন করে ভুলেই যেও

আমি না হয় ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে....হেলাল হাফিজ

বিষয়: বিবিধ

৯৬০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

289139
২৮ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বাহ ভালো লাগলো! অনেক দিন পর একটি চিঠি পড়লাম
289192
২৮ নভেম্বর ২০১৪ দুপুর ০৩:০১
আফরা লিখেছেন : ভাললাগাটা আজকাল মানুষের মাঝ থেকে উঠেই গেছে । আসলেই আমার কিছু ভাল লাগে না ইচ্ছে করে মরে যাই।
আবার অনেক সময় খুব ভাল লাগে ইচ্ছে করে অনন্ত কাল যদি বেঁচে থাকতে পারতাম ।
289214
২৮ নভেম্বর ২০১৪ বিকাল ০৪:৫৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আজ ভোর থেকেই মনটা খুব ভালো ছিলো। কিন্তু ভালো থাকাটা যে আমার কপালে কখনও স্থায়ী হয় না! তাই..... কিছুক্ষণ আগে থেকে মনটা খুব খারাপ। কিছু ভালো লাগতেছে না আর।
289436
২৯ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৭
ফেরারী মন লিখেছেন : আর না হয় যত্ন করে ভুলেই যেও
আমি না হয় ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে Sad Sad

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File