টুডে ব্লগে নাস্তিকটা এখনও ঘুর ঘুর করছে কি ভাবে?
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৬ নভেম্বর, ২০১৪, ০৯:২৫:০২ সকাল
২১ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৪৯
মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন : @ টিপু ভাই ; কথায় বলে- "ঝাজুর'কে নিন্দা করে খৈ-চালনি"
আপনি বলেছেন- "আধুনিক শিক্ষিত বিজ্ঞান মনস্ক হিন্দু, নিজেদের ধর্মে সদা হাস্যকর উপাদানের উপস্থিত পায়"
তা বটেই ভাইজান। কিন্তু সেই সাথে নিজের অতি! বিজ্ঞানময়!! ধর্মটির দিকে একটু নজর রাইখেন। মানুষ এখন সেই ৭ শতকে নেই যে আল্লা নামক রাক্ষসের ধামকি দিলেই ডরেভয়ে সবাই মাথা দিয়ে মাটি ঠুকবে?
পুরো কুরাণ/হাদীস জুড়ে রয়েছে বহু অতিপ্রাকৃত গাল-গল্পের ছড়াছড়ি! এগুলো যদি শুধু মুহম্মদের কথা শুনেই বিশ্বাস আনতে হয় তবে 'আলাদিনের চেরাগ' কিংবা 'হ্যারিপটারের জাদুর ছড়ি' -তে বিশ্বাস করতে নিশ্চই কোন সমস্যা নেই আপনার ?
১। গাধার পিঠে সওয়ার হয়ে নবী মোহাম্মদের মহাশুন্য ভ্রমন বিলাস(আল হাদীস)
২। লাঠি নিক্ষেপের পর সাপ হয়ে যাওয়া (Quran 7:107)
৩। নবী ইউনুসের মাছের পেটে যাওয়া এবং প্রার্থনা করা (Quran 37:142)
৪। পাখা যুক্ত ঘোড়ায় চড়ে মুহম্মদের স্বর্গে গমন (Quran 17:1)
৫। সমুদ্রের দুই ভাগ হয়ে যাওয়া (Quran 2:5০)
৬। মোহাম্মদ কতৃক চাঁদ দ্বিখন্ডীকরণ(আল হাদীস)
৭। দ্যুতিময় যাদুর হাত (Quran 20:22)
৮। মৃত ব্যক্তি কতৃক তার খুনিকে চিহ্নিত করন (Quran 2:72)
৯। ভোরবেলা সূর্য ওঠে শয়তানের মাথায় দুই প্রান্তের মধ্য দিয়ে(আল হাদীস)
১০। সন্ধার পর সূর্য আরসের নিচে বসে আল্লাকে সেজদা দেয়
..............................
..............................
এমন আরো শতশত সরস বৈজ্ঞানিক উপাদানের খনি আপনার খানি।
*** এটি উটের আত্ব কাহিনি লেখাতে 'মুক্তি যুদ্ধের কন্যা' এই কমেন্ট করেছেন! এমন আজে বাজে কমেন্ট করার জন্য ব্লগ কতৃপক্ষের উচিত ছিল তার আইডিটি বন্ধ করে দেওয়া।অথচ সে এখনও এই ব্লগে ঘুর ঘুর করছে কি ভাবে আমি বুঝতে পারছি না।এই বিষয় নিয়ে আমি পোষ্ট দিতে চেয়েছিলাম কিন্তু সময় না পাওয়াতে দিতে পারিনি।আমার কাছে মনে হয়েছে এই আইডিটি কোন ছেলের।নাম দিয়েছে মুক্তি যোদ্ধার কন্যা।আমি মুক্তি যুদ্ধের কন্যা নামে এই নাস্তিক আইডিটাকে ব্যান্ড করার জন্য ব্লগ কতৃপক্ষকে বিনিত অনুরোধ করছি।
বিষয়: বিবিধ
১০২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
গভীর ঘুমে মডুবৃন্দ!
এ ব্যাপারে কত বার দৃষ্টি আকর্ষণ করা হল!
কোন পদক্ষেপই নিতে দেখা গেল না!!
আবার সে আসবে আরেক আইডি নিয়ে।
পারবেন শয়তান কে থামাতে ?
শয়তান দুনি্যাতে থাকবেই শেষ দিন পর্যন্ত।
চেষ্টা করবেন নিজেকে ও অন্যকে শয়তানের হাত থেকে বাচাতে।
ঐ শয়তানের সব লিখা ও মন্তব্যের টার্গেট থাকে ইসলাম সম্পর্কে কম জানা ব্লগার রা...
আর দেখবেন সে যখন হেরে যায় খুবই অস্লীল কথা বলে...
ইসলাম সম্পর্কে কম জানা ব্লগারদের কে সচেতন করার জন্য কাজ করা গেলে ঐ শয়তানের জাল এমনিতেই ছিড়ে যাবে।
আর তাকে অবকাশ দিন, ঠিক যেমন আল্লাহ তাকে অবকাশ দিয়েছেন তার শেষদিন পর্যন্ত...
মন্তব্য করতে লগইন করুন