যাপিত জীবন

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৫ নভেম্বর, ২০১৪, ০৫:৪৩:৩২ বিকাল

ইজিবাইকটা রিজার্ভ করেছি।ঘন্টা আড়াইয়ের পথ।দরদাম করে ভাড়া ঠিক করলাম পাঁচ শত টাকা।চালকের নাম সুমন।

ভাড়া বেশি নিচ্ছেন না তো?

বলতেই বলল,আরও চালকের কাছে দরদাম করে দেখেন।

সুমন ছেলেটা পরিষ্কার,লম্বা দেখতেও অনেক সুন্দর।বয়সে আমার চেয়ে বছর তিনেকের ছোট।চেহারার মাঝে মায়া মায়া একটা ভাব আছে।

ভাড়া ঠিক করার সময় সুমন কি একটা বিষয় নিয়ে বলল,আমি মিথ্যা বলি না বড় কোন খারাপ কাজও করিনা।তবে আমার একটা বড় বদ অভ্যাস আছে।

সারা রাস্তা গল্প করেই আসছিলাম।দুজনে বেশ ফ্রি ভাবেই কথা বলছিলাম।এক সময় সুমনকে বললাম আপনার বদ অভ্যাসটা কি আমি জানতে পারি?

একটু লজ্জিত ভাব নিয়ে সুমন বলল,আমার বদ অভ্যাসটা হল....

থাকনা কি দরকার অন্যর বদ অভ্যাস জানার।

আসুন তার চেয়ে আমরা একে অপরের ভাল দিক গুলিই জানি।

বিষয়: বিবিধ

৯১৪ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287929
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৯
ভিশু লিখেছেন : সেটাই। ভালোগুলো জানা-জানানোই ভালো... Happy
287940
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
ক্ষনিকের যাত্রী লিখেছেন : আসুন তার চেয়ে আমরা একে অপরের ভাল দিক গুলিই জানি। Thumbs Up Thumbs Up Thumbs Up Applause Good Luck Good Luck Rose Rose Rose
287945
২৫ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
নিরবে লিখেছেন : ভালো কথা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File