অভিমানেই রেখ আমায় বুকের মাঝে
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ০৬ নভেম্বর, ২০১৪, ০৭:৫০:৪২ সকাল
বুকের ভেতরটা ভার হয়েই আছে
ভালবাসা গুলোকে বাষ্পায়িত করে
উড়িয়ে দিতে পারতাম যদি শূন্যে
তবে রঙিন প্রজাপতির মত
সদানন্দে ঘুরে বেড়াতে পারতাম।
অভিমানও জ্বালায় আজকাল
বুকের ভেতরটাকে ক্ষত-বিক্ষত করে রোজ।
অভিমান ভালবাসা বাড়ায় কিনা জানিনা
তবে তোমার প্রতি এক বিন্দু ভালবাসাও
কমাতে পারেনি এই অভিমান।
তবে দূরত্ব বাড়তে কতক্ষন?
তবু সুখ খুজে পায় তোমার উপর অভিমানে
তাই আয়োজন করেই
অভিমান করি তোমার উপর।
আচ্ছা তুমি অভিমান করনা আমার উপর
না কি অভিমান বলে কিছু নেই তোমার?
কোন একদিন সব অভিমান ঘুচিয়ে
আমি হব কোন এক অচীন পুরের যাত্রী
জানি সঙ্গী হবে না
তবু অভিমান কর আমার উপর।
ভালবেসে বুকে না রাখ আপত্তি নেই
তবু মনে সুখ পাব এই ভেবে
অভিমানেই রেখেছ আমায় বুকের মাঝে।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না কি অভিমান বলে কিছু নেই তোমার?
কোন একদিন সব অভিমান ঘুচিয়ে
আমি হব কোন এক অচীন পুরের যাত্রী
জানি সঙ্গী হবে না
তবু অভিমান কর আমার উপর।
সুন্দর অভিব্যক্তি দিয়ে লেখা অভিমানী কবিতায় প্রেমের মাঝে মান অভিমানের দ্ধন্ধের চিত্রায়ন সুন্দরই হয়েছে। ধন্যবাদ।
কইলজেটা ফাইটে গেলো ভাই আপনার লেখাখান পইড়ে
মন্তব্য করতে লগইন করুন