সকাল বেলার শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৮ অক্টোবর, ২০১৪, ০৭:৩৫:০৬ সকাল
এই তো সবে সকাল হল
ঘুম জড়ানো চোঁখে দেখি
ভোরের আলো।
কান পাততেই শুনতে পেলাম
পাখির গান
মিষ্টি মধুর পাখির গানে
জুড়াই প্রান।
সাত সকালে শুনতে কারও
ভাল্লাগে কি কেচ্ছা
সাবাইকে জানাই
সকালবেলার শুভেচ্ছা।
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই তো কিছুক্ষণ আগে ফজরের আজান হলো,নামাজের প্রস্তুতি নিতে যাব।আরেক বার চোখ বুলিয়ে গেলাম ব্লগে।
শুভ সকাল আসলে এখনো হয়নি আমাদের এখানে,অগ্রীম হিসেবে নিয়ে নিলাম।
আপনাকেও অনেক অনেক শুভ কামনা জানাই....
স্বদেশ থেকে কত দূরে পড়ে আছি প্রবাসে....!
মন্তব্য করতে লগইন করুন