কোথায় গেল গনজাগরন মঞ্চ?

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৭ অক্টোবর, ২০১৪, ০১:৩৯:১৭ দুপুর

যুদ্ধপরাধীদের বিচারের দাবিতে সাধারন ( সরকারি?) কিছু মানুষ শাহাবাগে গড়ে তুলেছিল গনজাগরন মঞ্চ।তারপরের ইতিহাস তো আপনাদের সকলেরই জানা।যারা দাবি করত সরকারের সাথে তাদের কোন সম্পর্ক নেই। অথচ পরে দেখা গেল সরকারের মদদেই গড়ে উঠেছিল এই গনজাগরন মঞ্চ।সরকারের কাজ হাসিল হল যখন তখন তারাই সেই সরকারের কাছ থেকে লাঞ্চিত হল।

গনজাগরন মঞ্চের খবর প্রথমে পেয়ে ভালই লেগেছিল,ভেবেছিলাম এবার কিছু মানুষ খুব সাধারন কিছু মানুষের জন্য কাজ করবে।কিন্তু মানুষ সবখানেই নিজ স্বার্থ হাসিলে ব্যস্ত।

গনজাগরন মঞ্চের বিষয় বস্তু শুধু যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।তারা আর কোন বিষয় নিয়ে হয়তো ভাবেই নি।এই দেশে আরও অনেক বিষয়ই আছে যা গনজাগরনের বিষয় বস্তু হতে পারত।

ফেলানি কে যখন ভারতের বিসিএফ রা গুলি করে কাটাতারে ঝুলিয়ে রেখেছিল,যখন ভারত সীমান্তে মানুষ মারা হয় পাখির মত তখন তো একটা গনজাগরন মঞ্চ হতে পারত এই বিষয়ের উপরে।

আজও শত শত ঘটনা এদেশে ঘটছে যে গুলি নিয়ে গনজাগরন মঞ্চ তৈরী করা যায় ।গনজাগরন মঞ্চ তো সাধারন জনগনের মঞ্চ।এখানকার সকলে কথা বলবে সাধারন জনগনের পক্ষে।

আজ খুব জানতে ইচ্ছে করে গনজাগরনের হাজার হাজার মানুষ কোথায় হারিয়ে গেল।কোথায় বা গেল সেই গনজাগরন মঞ্চ?যুদ্ধাপরাধীদের বিচার তো এখনও শেষ হয়নি!

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278648
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৪৮
নূর আল আমিন লিখেছেন : ওটা গণজারজ মঞ্চছিলো গণজাগরন না আর ওদের কাজটাই ছিলো দেশটা অপবিত্র করা করেছেও
278654
২৭ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:০৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হঠাৎ করে যা আসে সেটা হঠাৎ করেই চলে যায়।
278737
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৮
আফরা লিখেছেন : তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হঠাৎ করে যা আসে সেটা হঠাৎ করেই চলে যায়। একমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File