একজন রাজাকারের চলে যাওয়া এবং কিছু প্রশ্ন
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৬ অক্টোবর, ২০১৪, ০৯:৫৬:২১ সকাল
ফেসবুকের মাধ্যমেই প্রথম জানতে পারি গোলাম আজমের মৃত্যুর সংবাদ।কেউ একজন স্টাটাস দিয়েছে-অবশেষে রাজাকার গোলাম আজমের মৃত্যু।তারপর তিনার পক্ষে বিপক্ষে অনেক লেখায় পড়লাম।কেউ কেউ এত অশ্লীল ভাবে তিনাকে গালি দিছে যে সেটা ভাষায় প্রকাশ যোগ্য নয়।যারা অশ্লীল গালি দিছে সে সব আইডিকে আনফ্রেন্ড করলাম।আর মনের মাঝে সন্দেহ পোষন করলাম তাদের জন্ম নিয়ে।হোক একটা মানুষ সর্ব নিকৃষ্ট আপনি মুসলিম হলে তাকে কি কখনও গালি দিতে পারবেন?না ইসলাম আপনাকে সেই শিক্ষা দিয়েছে?
আমি ইতিহাস খুব কমই জানি।আর ইতিহাস জানার ইচ্ছে আমার খুব কমই।আমার কাছে বর্তমানই প্রধান্য পায় বেশি।অতীত নিয়ে পড়ে থাকা আর অতীতে কি হয়েছিল সেটা নিয়ে মাতামাতি আমার একদমই কেন জানি ভাল লাগে না।
বুঝলাম গোলাম আজম একজন দেশদ্রহী,রাজাকার।এখন আমার প্রশ্ন হল এই দেশদ্রহী রাজাকার একটা স্বাধীন দেশে এতদিন বেঁচে থাকল কি ভাবে?তার বিচার কেন দ্রুত নিষ্পত্তি হয়নি।
গোলাম আজম কে বিশাল এক পক্ষ যেমন খারাপ বলছে আবার আরেক বিশাল দল তাকে ভাল বলছে।এখন আপনি হয়তো বলবেন ইতিহাস দেখুন।দেখলাম ইতিহাস,কিন্তু ইতিহাসও তো দুই প্রকার পাব,যেখানে এক পক্ষ তাকে খারাপ অপর পক্ষ তাকে মন্দ বলেছে।কেউ কেউ তো এ কথায় বলে যে,মিডিয়াই তাকে রাজাকার বানিয়েছে।
আমি সত্যি জানিনা গোলাম আজম খারাপ না ভাল।তবে এতটুকু বুঝি তিনি খারাপ হলে আল্লাহর কাছে সাজা পাবেন এবং ভাল হলে আল্লাহ তিনাকে উত্তম প্রতিদান দিবেন।
মনের মাঝে একটা প্রশ্ন জাগে এই যে তিনার জানাযায় এত মানুষের ঢল একটা অতি খারাপ মানুষের জানাযায় কি এত মানুষ কখনও একত্র হয়?কি জানি সব সম্ভবের দেশ বাংলা দেশে হয়তো সবই সম্ভব হয়।
এখানে খারাপ মানুষ যেমন ভাল মানুষ হয় আবার ভাল মানুষ খারাপ মানুষও হয়।
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন