ব্লগ,নতুন ব্লগার এবং কিছু কথা

লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২৩ অক্টোবর, ২০১৪, ০৪:০৭:১৭ বিকাল

বাংলা ব্লগের সাথে আমি অনেক আগে থেকেই পরিচিত।প্রথম পরিচয় হয়েছিল প্রথম আলো ব্লগের সাথে।মাঝে-মাঝে লিখতাম প্রথম আলো ব্লগে।নিজের কম্পিউটার না থাকায় ইচ্ছা থাকা সত্তেও নিয়মিত ব্লগিং করতে পারিনি কখনই। প্রথম প্রথম ব্লগিংটা আমার কাছে নেশার মত হয়ে গিয়েছিল।যখন যে ভাবে পারতাম ব্লগে আসতাম। তারপর অনেকদিন আর ব্লগে আসা হয়নি।

কয়েক মাস আগে আবার অল্প অল্প ব্লগিং শুরু করলাম প্রথমআলো ব্লগে।তার কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় আমার অনেক দিনের চেনা প্রথমআলো ব্লগটি।

ব্লগে নিয়মিত না থাকায় আমাকে সে ভাবে কেউ চেনেন না। তবে আমি কিছু ব্লগার কে খুব ভালই চিনতাম।আমার ফেবারিট তালিকায় ছিলেনও তারা।

এই তো কিছুদিন আগে টুডে ব্লগের সাথে পরিচয় হল । তারপর টুডে ব্লগের সদস্য হলাম। যখনই সময় পায় টুডে ব্লগে আসি । এখানে খুব ভাল ভাল কিছু লেখা পড়ে আরও বেশি ভাল লেগে গেল টুডে ব্লগকে । নিজেও যেহেতু টুকটাক লিখি তাই ইতিমধ্যে কিছু লেখা পোষ্ট করেছি।

খুব ভাল লিখতে পারিনা।তারপরও মনের খোরাক জোগানের জন্য লিখি।

তবে সব ব্লগের মত এই ব্লগেও এই বিষয়টা খেয়াল করলাম,এখানেও নতুন লেখকদের লেখা কম পঠিত হয়। নতুন লেখকদের লেখা যদি আপনারা না পড়েন তাদের লেখায় মন্তব্য না করেন তাহলে তারা উৎসাহ পাবে কোথায়?

আমিও এখানে নতুন তাই আমার লেখা ভাল লাগলে উৎসাহ দিবেন আর লেখায় ভুল হলে ধরিয়ে দিবেন।

টুগে ব্লগটা অনেক ভাল লাগছে। কিছু লেখক এর টেকনিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করেছেন দেখলাম । আশা করি সমস্যা গুলি কতৃপক্ষ দেখবেন এবং সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা নিবেন।

টুডে ব্লগের সব পাঠক লেখক কে আমার পক্ষ থেকে রইল আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই পাশেই থাকবেন।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277450
২৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:১৪
লজিকাল ভাইছা লিখেছেন : স্বাগতম
277458
২৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:২৪
ইক্লিপ্স লিখেছেন : নতুনদের লেখা সব ব্লগেই কম পঠিত হয়। এ ক্ষেত্রে নতুন লেখককে অন্যদের লেখায় বেশি বেশি মন্তব্য করে একটা পরিচিত মোহল গড়ে তুলতে হয়। তখন আপনাআপনি পাঠক/মন্তব্য বেড়ে যায়।

শুভকামনা আপনার জন্য।
২৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩০
221394
মোস্তফা সোহলে লিখেছেন : ঠিকই বলেছেন।ধন্যবাদ
277460
২৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৩০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লিখেছেন।
277468
২৩ অক্টোবর ২০১৪ বিকাল ০৪:৪৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
277500
২৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২৯
মামুন লিখেছেন : আপনাকে স্বাগতম।
আমিও নতুন।
এটাই স্বাভাবিক, নতুনদেরকে চিনতে সময় লাগবে পাঠকদের। তাই অন্য সিনিয়রদের মত তাদের লিখাগুলো প্রথামাবস্থায় পাঠক সেভাবে পড়বেন না।
আপনি সব চিন্তা বাদ দিয়ে লিখে যেতে থাকুন। এই ব্লগের সিনিয়র ভাই বোনেরা খুবই আন্তরিক এবং স্নেহবাৎসল।
সুন্দর পোষ্টটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
277514
২৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫৯
জহুরুল লিখেছেন : আপনাকে স্বাগতম ভাই।
277565
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৮:৪০
আফরা লিখেছেন : ইক্লিপ্স লিখেছেন : নতুনদের লেখা সব ব্লগেই কম পঠিত হয়। এ ক্ষেত্রে নতুন লেখককে অন্যদের লেখায় বেশি বেশি মন্তব্য করে একটা পরিচিত মোহল গড়ে তুলতে হয়। তখন আপনা আপনি পাঠক/মন্তব্য বেড়ে যায়। আমি ও আপুর সাথে একমত ।

শুভকামনা রইল আপনার জন্য।
279507
৩০ অক্টোবর ২০১৪ রাত ০৪:০৯
নাছির আলী লিখেছেন : আপনার সাতে একমত। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File