ABP আনন্দবাজার পত্রিকাঃ এই মিথ্যাচারে শেষ কোথায়?

লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ২৩ জুন, ২০১৫, ১২:২৫:৫৮ দুপুর

. "রাত ২টায় ধোনীর হোটেল রুমে গিয়ে মোস্তাফিজের জন্য ব্যাট চাইলেন মাশরাফি "

২. "বাংলাদেশি সমর্থকদের হাতে মার খেলেন খ্যাতিমান ভারতীয় ফ্যান সুধীর "

শিরোনাম গুলো দেখলে মনে হবে - সত্য হতেও পারে। মনে হবে, মাশরাফি হয়তো উদারতা দেখিয়ে ধোনীর সাথে দেখা করতে গিয়েছিল।

হয়ত মুস্তাফিজ কে সাথে নিয়ে গিয়েছিল। আর ধোনীরে সাথে আলাপচারিতায় আইপিএল এ মুস্তাফিজের সম্ভাবনার কথা বলেছিল।

কিন্তু আসলেই কি সত্য।

এক চুল পরিমাণ ও না। বরং মাশরাফির কাছে "রাত ২টায় ধোনীর সাথে সাক্ষাতের বিষয় " জানতে চাইলে কিছুটা চটে যায় টাইগার ক্যাপ্টেন।

আসলেই তো, টানা দুই ম্যাচ জিতে মাশরাফির মুড যখন তুঙ্গে, তখন কেন মুস্তাফিজে কে আইপিএলে খেলার সুপারিশ করতে যাবেন?

মাশরাফি রে কি কেউ কামড়ায়???

অন্যদিকে তুনকো বিষয় নিয়ে তুলকালাম কাহিনী বানিয়ে ফেলা ইন্ডিয়ান মিডিয়ার মুখে চুন কালি দিয়েছে সুধীর গৌতম নিজেই।

সে ইন্ডিপেনডেন্ট টিভিতে সাক্ষাতকার এ স্বীকার করেছে কেউ থাকে মারেনি। হিট করেনি। ধাওয়া করেনি।

শুধু খেলা শেষে স্টেডিয়াম থেকে বেরুনোর সময় ধাক্কা খেয়েছেন।

এতেই নাকি আনন্দবাজার পত্রিকার চোখে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে।

কিন্তু ফেলানী কে ধর্ষণ করে পিটিয়ে মেরে কাটাতারে ঝুলিয়ে রাখলেও কারো পশম খাড়া হয়না।

আমাদের ইম্রান এইডসের কথা আর কি কহিব। তিনি সেই ধাক্কাধাক্কির মধ্যেও নাকি গামাত-শিবিরের গন্ধ খুজিয়া পাইয়াছেন।

আমি বলি কি, এমন ঘ্রান শক্তি ওয়ালা কুকুরকে #স্কডল্যান্ড_ইয়ার্ডে সুযোগ দেওয়া হইলে অপরাধী সনাক্তকরন অতি সহজ হইয়া যাইত।

জ্ঞানীজন এদিক টা ভাবিয়া দেখিবেন পিলিজ কইরা।

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

327182
২৩ জুন ২০১৫ দুপুর ১২:৩৭
অবাক মুসাফীর লিখেছেন : ইম্রান এইডসের নতুন চাকুরীটা পছন্দ হইছে... আপনি ব্‌যাবস্থা করলেই সে জয়েন করতে এক পায়ে খাড়া... Big Hug
327183
২৩ জুন ২০১৫ দুপুর ১২:৪৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আনন্দবাজারীরা শুধু ক্রিকেট নাম এদেশের বিরুদ্ধেও সবসময় অপপ্রচার করে এসেছে..ধন্যবাদ..
327188
২৩ জুন ২০১৫ দুপুর ০১:০৬
মোহাম্মদ লোকমান লিখেছেন : ওরা এদেশের বিরুদ্ধে চক্রান্ত এবং অপপ্রচার করেই যাবে।
327193
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:২৬
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : খেলায় গো-হারা হেরে ভারতের মিডিয়া ক্রিকেট বিশ্বে বাংলাদেশের সুনাম নষ্ট করতে নতুন নোংরা খেলা খেলছে। খেলায় হার-জিত থাকবে,এটাই স্বাভাবিক। তাই বলে এমন কোন কাজ করা যাবেনা যা দ্বারা দেশের সুনাম নষ্ট হয়। যারা এই সমস্ত কাজ করে, তারা আর যাই হোক দেশপ্রেমিক হতে পারেনা, তারা দেশ ও জাতির দুশমন। সুধীর সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।
327200
২৩ জুন ২০১৫ দুপুর ০৩:৫৪
হতভাগা লিখেছেন : ওরা যে বাংলাদেশের সাথে খেলে জিততে পারবে না সেটা গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেই দেখিয়েছে । যার সলিড প্রমান গত দুই ম্যাচেই তারা রেখেছে।

এবার নেমেছে নোংরা খেলায় । এটা তাদের কাছ থেকে অপ্রত্যাশিত কিছু না ।

ওরা এমনই । আর কারও সাথে খেলে জিততে পারবে না । জিম্বাবুয়েতেও যাচ্ছে না ।

আর কত বাঁশ খাবে ? খাওয়ারও তো একটা লিমিট আছে ।
327205
২৩ জুন ২০১৫ বিকাল ০৪:৫১
খান জুলহাস লিখেছেন : আনন্দবাজার একটা পত্রিকা আর ডাল একটা তরকারি।
327242
২৩ জুন ২০১৫ রাত ১০:৫৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রাতের দুইটায় আরেক জনের রুমে যাওয়া তো আইসিসির কোড অফ কন্ডাক এর খেলাপ। মাশরাফি শুধু একটা ব্যাট এর জন্য যাবে রাতের দুইটায়......
আননন্দবাজার নিয়ে অনেক আগে একটা ব্যাঙ্গ কবিতা লিখেছিলেন মরহুম হাবিবুল্লাহ বাহার।
"বাগবাজারে বলদেরা কাঁদে নাই টবে ঘাস-জল
গোয়াল ভাঙ্গিয়া কসাইখানায় চলরে চল"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File