আমার বন্ধু রাশেদ

লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ০৩ ডিসেম্বর, ২০১৪, ১০:৩০:১৫ রাত

নাহ, জাফ্রিক বাল ষাড়ের গল্পের "রাশেদ" না।

আজ আপনাদের শুনাবো আমার ইস্কুল ফ্রেন্ড রাশেদের গল্প।

সাথে গোলাপি বিষয়ক চুল্কানি।

আমাদের ব্যাচে রাশেদ ঈ বোধয় সবচেয়ে ডেঞ্জার বয় ছিল।

যেকোন রিস্কি কাজে ডাক পড়ত রাশেদের।

কোন মেয়ে আমাদের কাউকে অপমান মুলক কথা বলছে,, আমরা বলতাম- যা রাশেদ মাইয়া টার তেল একটু কমাই দে তো।

সে বুক ফুলিয়ে মেয়েদের দলের সামনে গিয়ে দাড়াত। এবং অন্য সবাই কে ইগনোর করে শুধু টার্গেট করা মেয়ে কে কিছু ফ্রি এডভাইস দিয়ে আসত।

মেয়েরা এতটাই সারপ্রাইজড হত যে কিছু বলা তো দুরে থাক, অনেক্ষন চোখ বড় বড় করে বুঝার চেষ্টা করত, এ ব্যাটা কি বলে গেল।





একদিনের কথা,

আমাদের প্রাত্যহিক ক্লাস শুরুর আগে ইস্কুল মাঠে কিছু নিয়ম রক্ষার মেনার মেইনটেইন করত।

যেমন ল্যাফট রাইট ল্যাফট,, সোজা হও আরামে দাড়াও,, শপথ পাঠ হবে--- এটেন্নন্নন্নশান,,,,, তারপর জাতীয় সংগীত।

সেদিন প্রচুর গরম ছিল।

সবার মাথা বেয়ে টপ টপ করে ঘাম ঝরছে।

এর মধ্যেই চলছে শপথ বাক্য উচ্চারন।

( বাস্তবিক ভাবে শপথ বাক্য গুলা সবাই উল্টা করে বলতাম )

হঠাৎ বলা নেই কওয়া নেই "রাশেদ" লাইন ছেড়ে ইস্কুল বারান্দার ছায়ায় দাড়ানো শিক্ষকদের দিতে হেটে গেল।

গিয়ে দাড়াল সবচেয়ে জাদরেল 'ইসলাম শিক্ষা' স্যারের সামনে।

স্যার বলল - কিরে তোর কি হয়েছে?

রাশেদ - স্যার একটা কথা কইতাম, সাহস পাচ্ছি না।

স্যার - কি কথা? ( এই সময় আমরা সবাই সাইল্যান্ট হয়ে তাকিয়ে ছিলাম তাদের দিকে)

রাশেদ - স্যার, আমরা তো প্রতিদিন গরমের মধ্যে দাড়িয়ে দাড়িয়ে আজাইরা কাজ টাজ গুলি করি। আর আপনারা ছায়ার মধ্যে দাড়িয়ে খালি দেখেন।

আজ আসেন না আমাদের সাথে দাড়িয়ে দেখেন কেমন মজা লাগে। ( )

ওর কথা শুনে মাঠে দাড়ানো শত শত ছেলে মেয়ে হিহি হাহা হোহো করে হেসে উঠল।

স্যার হতবাক হয়ে কিছুক্ষন থাকিয়ে রইলেন। তারপর ইস্কুলের আয়া রাজিয়া আপা কে বললেন, একাটা বেত নিয়ে এসো।

তারপর সপাং সপাং।

(পরে অবশ্য আমরা তাকে সান্তনা দিয়ে কাধ চাপড়ে দিয়েছি)

এখন আসি গোলাপি মানে আমাদের খালেদা আপার কথায়।

উনি বলেছেন - ডিসম্বরের শেষে জনগন কে নিয়ে আন্দোলন শুরু করবেন।

আচ্ছা উনি আর কতাবার আগাম ঘোষনা দিলে আন্দোলন শুরু হবে বলতে পারবেন?

আমরা চাইনা আপনি এসি রুমে বসে বসে প্রেস ব্রিফিং করে আন্দোলন এর ডেট ফিক্স করবেন।

আর মানুষ ও এত আবাল না যে, আপনি বললেন আর সবাই মাঠে হাজির হয়ে যাবে।

আমরা চাই আপনি 'রাশেদে'র মত সাহসী হউন।

আপনিও মাঠে আসেন। জালিমদের মুখোমুখি সামনা সামনি এসে দাড়ান।

তারপর নাহয় আমরাও দেখিয়ে দিলাম- আমারাও মুক্তিযুদ্ধ করতে জানি।।

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291064
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৭
মাটিরলাঠি লিখেছেন :
বন্দুক নিয়ে দরজায় ঠায় দাড়িয়ে আছ কেন?
-বাঘ শিকার করতে যাচ্ছি।
তা যাও, দরজায় দাড়িয়ে আছ কেন?
-রাস্তায় যে কুকুর বসে আছে। যদি কামড়ে দেয়? তাইতো যেতে ...


মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File