দিস ইজ কলড ইস্পিড মানি, নট ঘুষ

লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ১৪ নভেম্বর, ২০১৪, ০৪:২০:৪৬ বিকাল

বাংলাদেশ, ভারত ও ব্রিটেনের 'ব্রিজ মন্ত্রীদের ' বেসম্ভব খাতির ছিল।

তারা প্রায় প্রতি রাতে viber এ গ্রুপ ভিডিও কলে আড্ডা দিত।

একদিন বাংলাদেশের ব্রিজ মন্ত্রী বলল, তোমরা কে কিভাবে "স্পিড মানি" ইনকাম করো?

ব্রিটেনের মন্ত্রী হাসতে হাসতে বলল, আমি বিভিন্ন খাতে বাজেট / টেন্ডার থেকে স্পিড মানি ইনকাম করি।। তোমরা দুজন একটা কাজ করো - সামনের গরমের ভ্যাকেশনে আমার কাছে চলে আসো। আমার কারিশমা দেখাই দিব।

অন্য দুজন খুশি খুশি মনে রাজী হয়ে গেল এবং সময় করে সরকারি সফরে (!) ব্রিটেন পাড়ি দিল।

বন্ধুদের একসাথে পেয়ে ব্রিটেনের মন্ত্রী বেজায় খুশি হলো।

পরদিন তাদের একটি নদীর তীরে বেড়াতে নিয়ে গেল।

নদীর তীরে গিয়ে ব্রিটেনের মন্ত্রী বলল, ঐ যে দেখছ নদীর উপর ব্রিজ টা। সেটা বানাতে টেন্ডার দেওয়া হয়েছিল ১০ হাজার কোটি ইউরো। আমি সেখান থেকে ১০০ কোটি ইউরো স্পিড মানি বাবদ টিকাদারের কাছে থেকে রেখে দিয়েছি। বাকি টাকায় এই সেতু টা বানিয়েছি। হাহাহা।

কিছুদিন পর ভারতের ব্রিজ মন্ত্রী বাকি দুজন কে ভারত সফরের আমন্ত্রণ জানালো।

যথারীতি বাংলাদেশ ও ব্রিটেনের মন্ত্রী ভারতে যাবার পর ভারতীয় মন্ত্রী তাদের কে একটি নদীর পাড়ে বিলাসবহুল ডুপ্লেক্স ভবনে থাকার ব্যাবস্থা করল।

পরদিন বাড়ীর বারান্দায় দুই বন্ধু কে নিয়ে দাড়াল ভারতীয় মন্ত্রী । তারপর নদীর উপর একটি ব্রিজ দেখিয়ে বলল,এই সেতুর জন্য বাজেট হয়েছিল ২০ হাজার কোটি মার্কিন ডলার।

টিকাদারের কাছ থেকে আমি ৫০% স্পিড মানি নিয়েছি। বাকি টাকায় এই সেতু নির্মান করলাম।

ব্রিটেনের মন্ত্রী বলল,এখানে ব্রিজ কোথায়? নদীর মাঝ খানে শুধু কয়েকটা পিলার দেখা যাইতেছে।

ভারতীয় মন্ত্রী বলল, যেটুকু হয়েছে সেটা এবারের বাজেটের। আগামী বছর বাকি কাজের জন্য টিকাদার কে আবার বাজেট দেওয়া হবে। এবং সেখান থেকে ৫০% আসবে আমার স্পিড মানি। হেহেহে।

এবার বাংলাদেশে অন্য বন্ধুদের নিয়ে আসলো বাংগালী ব্রিজ মন্ত্রী।

পরদিন সবাই সাইট ট্যুরে গেল পদ্মা নদীর তীরে।

বাংলাদেশী মন্ত্রী বলল, এই যে সেতু দেখছো তার জন্য বাজেট হয়েছিল ৩০ হাজার কোটি মার্কিন ডলার।। সেখান থেকে টিকাদার কে কিছু দিয়ে বাকি টাকা আমার স্পিড মানি নিয়েছি।

ব্রিটেন ও ভারতীয় মন্ত্রী কিছুক্ষন এদিক ওদিক তাকিয়ে অবাক হয়ে বলল,, ভাই এখানে ব্রিজ কোথায়?? খালি কয়েকটা সাইনবোর্ড ই তো দেখা যায়।

বাংলাদেশের ব্রিজ মন্ত্রী হাসতে হাসতে বলল, ভাইয়েরা - এখনি যদি ব্রিজ বানিয়ে ফেলি তাহলে আগামী

বিষয়: বিবিধ

১২১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

284226
১৪ নভেম্বর ২০১৪ রাত ০৯:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্পিড মানি থাকলে স্পিডিং ফাইন ও থাকা উচিত!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File