সেই দিনের কথামালা

লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ২০ অক্টোবর, ২০১৪, ১১:৪৬:২৩ রাত

ইস্কুলের জামা পড়ে কাধে বইয়ের ব্যাগ ঝুলিয়ে দরজার সামনে বসে আছি।

বুকের ভিতর চিক চিক ব্যাথা করছে। কি জানি আব্বু আমার কথা রাখবেন কিনা।

এর আগেও অনেক বার বায়না ধরেছি। আব্বু শহরে যাবার সময় খালি আনব আনব বলে। এখনো একবারও আনেননি। ভাবছি আজকে না আনলে রাত্রে ভাত খাব না।

আম্মু আব্বু দুজনে বের হয়ে আসলেন ঘর থেকে। আম্মু আব্বুর দিকে একটা খিলি করা পান এগিয়ে দিলেন।

আব্বু পান নিতে নিতে আমার দিকে তাকিয়ে বললেন, কিরে কাধে ব্যাগ ঝুলিয়ে ব্যাঙের মতো বসে আছস কেন। ইস্কুলে কখন যাবি। আমি ঠোট ফুলিয়ে বললাম, আব্বু আজকে আসার সময় আমার জন্য ক্রিকেট বল আনতেই হবে। হুম। আব্বু আমাকে সান্তনা দিয়ে বলল, আনব আনব। এখন যা ইস্কুলে। বলেই আব্বু রওনা দিলেন। আমি দৌড়ে আব্বুর কাছের গিয়ে বললাম, Aeroplane লিখা ওয়ালা আনবেন। সাদা কালার। আব্বু আচ্ছা আচ্ছা বলে হনহন করে চলে গেলেন।

আমি মুড অফ করে ইস্কুলে চললাম। কারন আমি জানি আব্বু বল আনবেন না। সব সময় আনব বলে,আনেন না। মাঝখনে আমার টিফিনের টাকা জমিয়ে বল কিনতে হয়।

রাতে আব্বু যখন ফিরলেন তখন আমি পড়ার টেবিলে।দুই হাতেই বাজারের ব্যাগ। আব্বু আমাকে টেবিলে দেখে কিছুই না বলে ভিতরের ঘরে চলে গেলেন।

ঘন্টা খানেক পর খাওয়ার জন্য ডাক পড়ল। আব্বুর পাশে বসে চুপচাপ খেয়ে নিলাম। একটি কথাও বলিনি।

খাওয়া শেষে আব্বুর ব্যাগ গুলো তালাশি নিতে গেলাম। একটি ব্যাগে শুধু কাচা বাজার ছিল। অনেক আশা নিয়ে ২ নম্বর ব্যাগ খুললাম। দেখলাম অনেক গুলা পান, ২ প্যাকেট বেলা বিস্কিট, চিনি, চা পাতা হাবিজাবি।

কিন্তু বল নাই।

আমি আব্বুর ঘরে গিয়ে কান্না কান্না গলায় জিজ্ঞাস করলাম, আমার জন্য বল আনেন নি তাই না।

আব্বু আমার কথা শুনে মুচকি মুচকি হাসছেন। আমি কিছুই বুঝলাম না। পাশে ফিরে দেখি আম্মু ও মুচকি হাসছেন।আম্মু আস্তে আস্তে শাড়ির আচল থেকে হাত টা বের করলেন।হাতে সাদা বল। আমি অমনি ঝাপিয়ে পড়লাম আম্মুর হাতের ওপর।আম্মুর হাত থেকে বল নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলাম। আসলেই aeroplane লিখা। আমি নাকের কাছে এনে নতুন টেনিস বলের গন্ধ শুকছি। কি মোহময় সে ঘ্রান।

আব্বু পালংকের ওপর বসে আমার কান্ড দেখে খিলখিলিয়ে হাসতে লাগলেন। আমি লজ্জা পেয়ে ঝাপিয়ে পড়লাম আব্বুর কোলে। আব্বু আম্মু দুজনেই হাসছেন আমাকে নিয়ে। আর আমি লজ্জায় মরে যাচ্ছি।

।।।

উপরের গল্প আমার ক্লাস থ্রী পড়ার সময়কার।

আব্বু আম্মুর স্নেহ আদর থেকে বঞ্চিত হয়েছি সেই ক্লাস নাইন থেকে।

তাদের মায়াময় মুখ দেখিনা আজ ৭ বছর। আজ তাদের ভীষন মিস করছি আর সেই সব সোনা ঝরা দিনের কথা মনে মনে ভাবছি।

বিষয়: বিবিধ

৮৫০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276640
২১ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৫৫
বুড়া মিয়া লিখেছেন : ভালো লাগলো আপনার আনন্দময় স্মৃতি এবং সহানুভূতি স্নেহবঞ্চিত শোকের জন্য ...
276713
২১ অক্টোবর ২০১৪ দুপুর ০২:২২
আফরা লিখেছেন : ইশ কত্ত মজার সময় গুলো পার করে এসেছেন ।যা এখন শুধুই স্মৃতি ।
276866
২১ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫১
276980
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৪৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File