বিটিভি-লীগের পর্দায় মুক্তিযুদ্ধ ১৯৭১ এবং কিছু সুপ্ত প্রশ্ন

লিখেছেন লিখেছেন অগ্রহায়ণ ১২ অক্টোবর, ২০১৪, ১২:৪২:০০ দুপুর

প্রথম দৃশ্য - আব্বাজানের আগুনঝরা ভাষন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো। তবু এদেশকে মুক্ত করে ছাড়বো ইনাশা আল্লাহ।........ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

জয় বাংলা।

দ্বিতীয় দৃশ্য - পাকিস্তানি সাজোয়া যানে করে ঢাকার রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কামান গোলা নিয়ে যাচ্ছে। নিরপরাধ মানুষ মারছে।

তৃতীয় দৃশ্য - জোয়ান বুড়া আবাল বৃদ্ধ বনিতা সবাই হেটে হেটে ভারত চলে যাচ্ছে। (মনে হবে পুরা দেশের মানুষ সাড়ে সাত কোটি সবাই ভারত চলে যাচ্ছে)

চতুর্থ দৃশ্য - টা টা টা টা মেশিনগানের আওয়াজ।.... বোমা ছুড়ে মারছে।.... বাশবাগানের ভিতরে মুক্তিযোদ্ধারা ছুটে চলছে।.... আবার মাটিতে ক্রেকিং করে গুলি করছে।

পাকিস্তানিরা তাদের বাংকারে বোমার আঘাতে চিৎপটাং হয়ে যাচ্ছে।

পঞ্চম দৃশ্য - কিছু তরুন বাংলাদেশের পতাকা নিয়ে ছুটে যাচ্ছে..

(ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে - জয় বাংলা, বাংলার জয়, হবে হবে হবে, হবে নিশ্চয়.....)





এই টাইপ ভিডিও দেখতে দেখতে দেখতে দেখতে......... ( কত বার দেখছি সেটা লিখতে গেলে টায়ার্ড হয়ে যামু)

এখন আমরা মনে মনে ধরেই নিয়েছি - মুক্তিযুদ্ধ এমনিই হয়েছিল বোধয়।

আসলেই কি তাই? আসলেই কি এটাই মুক্তিযুদ্ধ?

★★ আমরা জানিনা সেই ঐতিহাসিক ৭ মার্চের আগে কি হয়েছিল এবং পরে কি হয়েছিল।

জানিনা ২৫ মার্চ রাতে হানাদারদের হামলার আগ পর্যন্ত আমাদের জাতীয় নেতাদের মনোভাব কেমন ছিল।

তারা কি আসলেই আলাদা বাংলাদেশ চেয়েছিল নাকি অখন্ড পাকিস্তানের শাসন ক্ষমতা চেয়েছিল?

★★

যখন ২৫ মার্চ রাতে পাক বাহিনী নিরস্ত্র মানুষের উপর হামলা করে, তখন শেখ মুজিব কি করেছিল অথবা আওয়ামী নেতারা কি করেছিল জাতির জন্য।

★★

বলা হয় ভারত আমাদের মানুষদের আশ্রয় দিয়েছিল ৭১।

প্রায় ১ কোটি মানুষ আশ্রয় নেয় রিফিউজি ক্যাম্পে।

কিন্তু ১৫ মানুষ ভারতের মাটিতে না খেয়ে, বিনা চিকিৎসায় কেন জীবন দিতে হয়েছিল? এ দায় কার? কার অবহেলায় জান যায় এত বিপুল আকারের বনি আদিম কে?????? -- এই প্রশ্ন শুনিনা কারো মুখে।

★★

আমরা সবাই জানি "মুক্তিবাহীনি " যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে।

তাহলে "মুজিব বাহীনি " এলো কোত্থেকে???

মুক্তিবাহিনী তৈরি করে বাংলাদেশের পুলিশ, ইপিআর, সেনা, নৌ, বিমান বাহীনি, আওয়ামী কর্মী দের দিয়ে - যার প্রশিক্ষণ / অস্ত্র দেয় ভারতীয় সেনাবাহিনী।

মুজিব বাহিনী তৈরি হয় তোফায়েল আহমেদ ও তার সমমনা যুবকদের দিয়ে - যার প্রশিক্ষণ / অস্ত্র দেয় ভারতীয় গোয়েন্দাবাহীনি - "র"

দুঃখের ব্যাপার হচ্ছে যুদ্ধের ময়দানে এসে মুজিব বাহীনির সদস্যরা মুক্তিবাহিনী কে আক্রমণ করে অস্ত্রসস্ত্রসহ সব কিছু ছিনিয়ে নিত।

এ ব্যাপারে জেনারেল ওসমানীর মত লোক ও ছিল অসহায়। কারন মুজিব বাহীনির মাথায় ছিল উপর ওয়ালার হাত।

অবশ্য তারাও পাকিস্তানির বিরুদ্ধে লড়েছে।

এসব ইতিহাস কেন আমাদের অজানা।

★★

বলা হয়ে থাকে মুক্তিযুদ্ধে সাধারন মানুষ অংশ নিয়েছিল।

আমিও বলি, হ্যা নিয়েছিল। কিন্তু সেটা মুল সংখ্যার ৫% ।

আওয়ামী কর্মী ছাড়া অন্যরা প্রশিক্ষনের সুযোগ বলতে গেলে পেতই না।

এমন অনেক আছেন যারা দেশ কে হানাদার মুক্ত করতে যুদ্ধ করতে চেয়েছিলেন। অনেক কষ্ট স্বীকার করে সীমান্তের ওপারে গিয়েছিলেন। কিন্তু আওয়ামী কর্মী না হওয়াই অস্ত্র / প্রশিক্ষণ পাননি।

এমনকি সমমনা দল ন্যাপ,জাসদের নেতা কর্মী ও না। অথচ তারাও দেশের জন্য স্পব ত্যাগ করতে রাজী ছিল।

প্রশ্ন জাগে, মুক্তিযুদ্ধ টা কি তাহলে আওয়ামীলীগ এর নিজস্ব সম্পত্তি??? বাংলাদেশের মালিকানা কি শুধুই আওয়ামীলীগের???

★★

১৬ ডিসেম্বর পাকিস্তান আত্মসমার্পন করে রেসকোর্স ময়দানে।

কিন্তু সেখানে বাংলাদেশের প্রতিনিধি কই???

সেখানে জেনারেল আরোরা কেন??? থাকার তো কথা ছিল জেনারেল ওসমানীর।





এখনো কি বিশ্বাস করেন, ৭ মার্চের একটি অগ্নি ঝরা ভাষন দিয়ে একটি জাতি কে স্বাধীন করা সম্ভব???

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273428
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৪
নাসরিন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
273431
১২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫২
কাহাফ লিখেছেন :

অতিরন্জিত করে মুক্তিযুদ্ধ কে হাস্য-রসে পরিণত করে ফেলেছে এভাবে। স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং এর নায়কদের আড়াল করে বিকৃত তথ্য ছড়িয়ে দেয়া হয়েছে সমাজে। যার কারণে অনেক বিষয়ের সদোত্ত্বোর পাওয়া যায় না।
উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ.....।
273435
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৬
আবু আশফাক লিখেছেন :
কাহাফ লিখেছেন :

অতিরন্জিত করে মুক্তিযুদ্ধ কে হাস্য-রসে পরিণত করে ফেলেছে এভাবে। স্বার্থ হাসিলে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস এবং এর নায়কদের আড়াল করে বিকৃত তথ্য ছড়িয়ে দেয়া হয়েছে সমাজে। যার কারণে অনেক বিষয়ের সদোত্ত্বোর পাওয়া যায় না।
উপস্হাপনার জন্যে অনেক ধন্যবাদ.....।
273502
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৪
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : “”” নাস্তিক .. +.. আওয়ামী লীগ ”” মুক্ত …. বাংলাদেশ … চাই
আওয়ামী লীগ বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানাই
273569
১২ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সঠিক বলেছেন।
মুক্তিযদ্ধের সঠিক ইতিহাস কিংবা এর পটভুমি আমদের দেশের বেশিরভাগ মানুষই জানেননা। স্রেফ কিছু গল্পই এখানে ইতিহাসের নামে প্রচলিত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File