=======ছুটি চাই === ছুটি চাই=====

লিখেছেন লিখেছেন খালেদ সাইফুদ্দিন ১৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩১:২১ দুপুর

রোগ মুক্ত জীবন আমার তাই ছিল অহংকার,

এখন দেখি ব্লাড প্রেসার দিচ্ছে শুধু হুংকার।

ডায়বেটিক্স,কোলস্ট্রল-পরিচয় যে হয়নি কভু,

সুস্থ শরীর সবল দেহ ঘুম যে আমার হয়না তবু।

হাসপাতাল ক্লিনিক ডাক্তারের চেম্বার,

আমার কথা শুনে সবাই করল যেন মুখ ভার।

সারাদিন কত টেস্ট, রোগ খুজে পায় না,

ডাক্তারা চিন্তিত ঘুম কেন হয় না।

অবশেষে খোজ পেলাম বড় এক ডাক্তার

হৃদরোগে সেরা তিনি দেশ জুড়ে নাম তার।

হৃদয়টাকে নেড়ে চেড়ে ভাল করে দেখলেন,

স্টাটেস্কোপ কানে দিয়ে কিন যেন শুনলেন।

চোখে মুখে দেখলাম মমতার বন্ধন,

হৃদয়ে যেন শুনলেন প্রিয়তমার ক্রন্দন।

চশমাটা নামিয়ে কলমটা হাতে নেন,

একটুকরা কাগজ নিয়ে প্রস্ক্রিপশান লিখে দেন।

‘কলিজায় রক্তক্ষরন , যদি এবার বাছতে চান,

তাড়াতাড়ি ছুটি নিয়ে বউটাকে দেখতে যান’।

বিষয়: বিবিধ

১১৬২ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342490
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:০৩
হতভাগা লিখেছেন : ডাক্তার আপনাকে বিবি থেরাপি দিয়েছেন । এখন সেটা কতদিন নিতে পারবেন তা আপনার এমপ্লয়ারের সাথে নেগোশিয়েট করুন।
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৫
284096
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : এক হতভাগার কষ্ঠ আরেক হতভাগা বুখিল। ধন্যবাদ
342496
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:২৮
নাবিক লিখেছেন : আহ এটাতো খুব কঠিন রোগ Happy
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৮
284098
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : বুঝেছ তুমি কষ্ঠ আমার ওহে নাবিক ভাই,
প্রিয়ার তরে যেতে চাহি চড়ে তোমার নৌকায়
-----
342503
১৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০২:৫১
আবু তাহের মিয়াজী লিখেছেন : আল্লাহ্‌ এই কঠিন রোগ থেকে মুক্তিদিন।
হাহাহা
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৮
284099
খালেদ সাইফুদ্দিন লিখেছেন : আমিন। আল্লাহ যেন এই কষ্ঠ আর কাউকে না দেন। ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File