আওয়ামীলিগের ব্যবসায় ফ্লপ

লিখেছেন লিখেছেন নির্বাক আমি ২৬ অক্টোবর, ২০১৪, ১১:৫২:৫৬ সকাল

এ পর্যন্ত আওয়ামীলিগ অনেক ধরনের ব্যবসা পরিচালনা করছে কিন্তু দু:খের বিষয় সে সব ব্যবসা দিন দিন লসের দিকে যাচ্ছে ।তারা প্রথমে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করল সেই ব্যবসার হাড়ি ভেঙ্গে দিয়েছে এ কে খন্দকারের ঐতিহাসিক সত্য উম্মেচিত লেখনির মাধ্যমে । আরেক ব্যবসা করেছে তথাকথিত মানবাধিকার এর নামে প্রহসনমুলক বিচারের মাধ্যমে। তারা মনে করে তাদের এ ব্যবসাটা থুবই জমজমাট চলছে। কিন্তু উপজেলা নির্বাচনে সে হাড়ি ও ভেঙ্গে দিয়েছে জামায়াত । গতকাল একজনের জানাযা হয়েছে ,আওয়ামীলিগ ও নাস্তিকলীগের মতে উনি একজন রাজাকারের শীরমনি কিন্তু কালকে তৌহিদি জনতা প্রমান করেছে যে শেথ মুজিবই হচ্ছেন রাজাকারের শীরমণি ।কারন তার জানাযায় লোকসংখ্যা ছিল মাত্র ১৮ জন । আর অন্যদিকে বিশ্ব ইসলামিক চিন্তাবিদ ও গবেষক , ভাষা সৈনিক , তত্ত্বাবদায়ক সরকারের রুপকার , বাংলাদেশ জামায়াত ইসলামির সাবেক আমীর অধ্যাপক গোলাম আযম স্যারের জানাযায় লোক সংখ্যা ছিল লক্ষ লক্ষ । তাহলে এখানেই প্রমান হয়ে গেল রাজাকারের শীরমনি শেখমুজিবুর রহমান ।

তাদের শেষ পর্যন্ত এ ব্যবসাতেও কাজে আসেনি । জানি না আমরা তরুন প্রযন্মরা ভবিষ্যতে আর কত ব্যবসা দেখব।



বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278262
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৮
কাহাফ লিখেছেন :
প্রাথমিক লাভের পরিমানও কি কম?
একটা ফ্লপ হলে আরেক টা খোলে বসার সুযোগ তো আমরাই দিচ্ছি।
দেখতে দেখতে বেলা অনেক বয়ে গেছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File