পর্দার এপাশ আর ওপাশ

লিখেছেন লিখেছেন নির্বাক আমি ২৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:৩২:৪৪ সন্ধ্যা

সরকার জনগনকে আজ চোখে রীতিমত ধাঁঁধাঁ দিচ্ছে ।জনগন তাদের দুঃখ বুকে চেপে ধরে রাখছে ।জনগনের একটাই দাবি দেশটা যেন গনতান্ত্রিক ভাবে চলে ।কিন্তু সরকার সে দাবীর তোয়াক্কা না করে বরং জনগনের প্রতিবাদী কন্ঠকে যেন নিস্তব্দ করে দেওয়া হচ্ছে ।বেচারা জনগন আজ কোথায় যাবে কোথায় কোন শান্তি নেই ,দ্রব্যমূল্যের উর্দ্ধগতি,রাস্তাঘাটের বেহাল অবস্থা ,প্রায় প্রতিদিন দূর্ঘটনার কবলে মানুষ মারা যাচ্ছে অনেক কষ্টে দিনানিপাত করছে ।কিন্তু অন্যদিকে সরকার আরামচে এসির ভিতর দিন- রাত কাটাচ্ছে । অপরদিকে সরকারের একগুয়েমি মনোভাবে দেশটা যেন আজ রোষানলের মধ্যে পড়ে আছে কে করিবে উদ্ধার ?যদি বিরোধী দল কোন ইসু নিয়ে মাঠে নামে সেখানে সরকারের রাষ্ট্রিয় সন্ত্রাসের মাধ্যমে তা নিস্তব্দ করে দেয়।একদিকে সরকারের দমন আরেকদিকে বিরোধী দলের নিঃষ্ক্রীয়তা সব যেন আজ এলোমেলো হয়ে গেছে ।কে করবে এই হতভাগা জনগনের কষ্টেভরা মনটাকে একটু আশার ছোঁয়া আলোই আলোকিত করতে।আজকে জনগনের কন্ঠোরোধের পাশাপাশি মিডিয়াদের কন্ঠরোধ করছে আজকে যেখানে এদেশের সর্বোচ্ছ আদালত যেখানে মানুষ একটু ন্যায় বিচার আশা করে সেখানেও এই আওয়ামী হায়নার দল হস্তক্ষেপ করেছে।এই যেন বিভিষিকাময় অবস্থা ।সাঈদীর রায় দেওয়ার সময় বিচারপতিদের অভিসংসনের বিল সংসদে পাস করে নেয় ।তার মানে সরকার পর্দার একপাশে জনগনকে সাঈদীর রায় দেখাচ্ছে আর পর্দার অন্তরালে বিলটি পাস করে নিয়েছে।এ যে জনগনের সাথে ধুকাবাজি ,বাটপারি এ সরকার আর কতদিন করবে।

এসব কিছুই দেখেও আমি নির্বাক ?...................

বিষয়: রাজনীতি

১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File