ছন্দহীন কবিতা
লিখেছেন লিখেছেন গ্রামের ছেলে ১৩ অক্টোবর, ২০১৪, ০২:২২:১৫ দুপুর
কবিতায় আজ ছন্দ নেই
কারন চারিদিকে অাজ মিথ্যা আর মন্দের জয়-জয়কার।
কবিতায় অাজ ছন্দ নেই
কারন চারিদিকে আজ অনাথ, গরীব, দুঃখী আর ক্ষুধার্তের হাহাকার।
কবিতায় আজ ছন্দ নেই
কারন চারিদিকে আজ খুন, গুম আর ধর্ষনের দরবার।
কবিতায় আজ ছন্দ নেই
কারন চারিদিকে আজ ইসলাম বিদ্বেষী ও নাস্তিকদের বাড়ি-ঘর।
বিষয়: বিবিধ
১৪২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন