সেই কবে থেকে–হুমায়ুন আজাদ
লিখেছেন লিখেছেন অনভিপ্রেত মিহির ২৫ নভেম্বর, ২০১৪, ০৮:৪৭:৫৬ রাত
BY স্ফুলিঙ্গ
সেই কবে থেকে জ্বলছি
জ্ব’লে জ্ব’লে নিভে গেছি ব’লে
তুমি দেখতে পাও নি ।
সেই কবে থেকে দাঁড়িয়ে রয়েছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতিস্তম্ভের মতো ভেঙে পড়েছি ব’লে
তুমি লক্ষ্য করো নি ।
সেই কবে থেকে ডাকছি
ডাকতে ডাকতে স্বরতন্ত্রি ছিঁড়ে বোবা হয়ে গেছি ব’লে
তুমি শুনতে পাও নি ‘।
সেই কবে থেকে ফুটে আছি
ফুটে ফুটে শাখা থেকে ঝ’রে গেছি ব’লে
তুমি কখনো তোলো নি ।
সেই কবে থেকে তাকিয়ে রয়েছি
তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গেছি ব’লে
একবারো তোমাকে দেখি নি ।
বিষয়: বিবিধ
১১০৫ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফুটে ফুটে শাখা থেকে ঝ’রে গেছি ব’লে
তুমি কখনো তোলো নি ।
এই সে'গুলো এমনিই হয়। তারা কিছু বোঝে না।
মন্তব্য করতে লগইন করুন