লাল গোলাপের অবরোধ ভেঙ্গে.....
লিখেছেন লিখেছেন তানজিমুল ইসলাম ২০ ডিসেম্বর, ২০১৪, ০৮:৩৩:২৯ রাত
জীবনের কায়া ভাষ্য যখন খুব যত্ন করে
বেড়ে ওঠে,যখন আঘাতের প্রত্যাশারা
বিলীন হয়ে যায় মহাভারতের প্রান্তে,
বেঁচে থাকে মহান মিথ্যা-মানুষের মুখে ।
অসহায় মানুষ তখন ভালবাসার
ঘরে বন্দী ।
লাল গোলাপের অবরোধ ভেঙ্গে
তোমার দিকে হাত বাড়িয়েছি,চোখের
কাজলে লিখেছি জীবনের গল্প,নিয়ন্ত্রণ
হারিয়ে চুমু খেয়েছি কপালে ।
কেঁদে যায়,কেঁদে যায়......
এখনো ঘুম ভাঙ্গেনি।মেঘলা আকাশে
ছায়া পড়েনি তোমার,ওঠেনি আমার
প্রেমের পতাকা।পায়নি তোমার চুলের
গন্দ্ধ ।
কেঁদে যায়,কেঁদে যায়......
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন