মধুচন্দ্রিমা (১৪-৪-২০১৩)
লিখেছেন লিখেছেন তানজিমুল ইসলাম ১১ ডিসেম্বর, ২০১৪, ১০:০০:১৬ সকাল
এটা ছিল বৃষ্টির সকাল-
পুনরায় সে ছুঁয়েছিল আমার ঠোঁট
একরুখো হয়ে এবং......
অপরাধ গায়ে মাখিনি।মেতে ছিলাম প্রেমে,
বস্তুত,তার থেকে বেশি কিছু ।
লিখেছিলাম চিঠি তাঁর বুকের গন্দ্ধে ।
তাঁর প্রতিটি অঙ্গ ছিল আমার 'তজবির দানা,
রাখিনি হিসাব,গুনেছি অপরাধ পরিমানে ।
হাইওয়ের আকাশে চলছিল মিগ-২৯'র মহড়া
ছিল দীর্ঘ সময়ের অনুভূতিতে মিশে যাওয়া
একঘেয়ে প্রেমের অবসান ।
আজ সত্তরে এসে দেখি-ছাড়তে পারিনি তাকে ।
বিষয়: বিবিধ
১২৪০ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন