'প্রথমা,তোমাকে....
লিখেছেন লিখেছেন তানজিমুল ইসলাম ০৮ ডিসেম্বর, ২০১৪, ১১:০৫:৩১ সকাল
হাসি মুখে প্রতিমা বিসর্জনের আনন্দ,
মুক্তি পায় কালিমা ।
অন্তর্ঘাতে যদি গুড়িয়ে দেয়া যায়
প্রিয় ফুলদানি,তাতে নিজের ক্ষতি হলেও,
মুক্তি পায় বিষাক্ত ফুল ।
যেখানে বুঝা না বুঝার ভান,মানবীর-
চিরদিনের ;
সেখানে শ্রদ্ধার বাচনিক ভঙ্গি,অনেকটাই-
পঙ্গু ।
'বিভ্রান্তি,
বলতে যা বুঝায় তা নয়,একটা প্রধাণ
'ভাবাবেগ,শেষের কবিতার সুনিশ্চিত
প্রস্থানের পূর্বাভাস যদি হয় ঠিক,
তবে,বিদায়ের শোক সুনিশ্চিত
বায়বীয়,
অষ্পষ্ট,
মৃদু সন্দ্ধ্যার মত ।
আজ,
এক-দুই করে ফেলে আসা
ছোট সন্ধ্যার অতীত,তার দ্বায়ভার কম নয়
সুললিত ছন্দে গড়ে ওঠা এক সম্পর্কের
পটভূমিকায় আমরা-
এক প্রলম্বিত ছায়া,
চিরন্তন আকৃতি,
কোন কৃত্রিম উপাখ্যান নয় ।
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক প্রলম্বিত ছায়া,
চিরন্তন আকৃতি,
কোন কৃত্রিম উপাখ্যান নয় ।""- লাগলো ভালো
মন্তব্য করতে লগইন করুন