ঐ শালা রাজাকার! হয় না কেন চুপ।

লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২৯ অক্টোবর, ২০১৪, ০৯:১৫:৩০ রাত

আমার প্রতিবাদের ভাষা কেড়ে নিয়েছে যে

সে তো হবে সর্বহারা শেষ বিচারের দিন জানবে সে।

সব নিয়োছো দখল করে নাও নি কি খবর?

মৃত্যু নামের সত্য একদিন মাটির ভিতর কবর।

প্রশ্ন তিন জানা আছে এই দুনিয়ায় সবার

নয়তো এত সহজ মরণ ঘোর আজাবের ভার।

লন্ড-ভন্ড হবে সব জুলুমবাজের এই সরকার

অনেক আগে কিনা বাড়ী আগুন ভরার কি দরকার?

আগুন নয় তো আগুন সে তো অন্ধকারের ভীত্ চিৎকার

সব নেতাদের পিছে কর্মী, আজ করে যারা বেহুদা কারবার।

নমরূদ ফেরাউন মাছি মশা, ঐ মোদের রবের কাছে

আর তোরা কি তাদের দোসর, বলিস্ মিথ্যার সুরে বাঁজে।

কঠিন হতে কঠিন হবে তোদের সবার বিচার

পার পাবি না কোন মতে করছিস্ যত অনাচার।

মানুষ হয়ে জন্ম নিয়ে ধরলি তোরা অমানুষের রূপ

আমি কিছু বললে বলিস্ ঐ শালা রাজাকার! হয় না কেন চুপ।

আমি না হয় চুপই রইলাম তোদের মিথ্যে শাসন ধমক জোর

দুই ফেরেস্তার লিখন লইয়া পার করিবে কেমনে ভোর।

তোদের ধমক তোড়ে সব হয়, হয়না বন্ধ লেখা তাদের

সকল ফাইল -পত্র লইয়া বহন করিস্ মিথ্যে সাক্ষীর কাবীণ যাদের।

গলা ফেঁটে চিল্লাস্ তোরা আগুন জ্বালাস্ একসাথে

সে আগুনে দগ্ধ হয়ে জানবি তখন, ছিলে তোরা কার সাথে।

নাই রে দ্বীন, নাইরে নামাজ, নাইরে জিকির নাইরে কাজ

শুধু শুধু মিছে-মিছে, মন্ধ লোকেরেই পিছে পিছে নষ্ঠ করলি আজ।

আমরা হলাম রাজাকার, রাজার রাজ্যে সকল মোদের কাজ-কারবার

তোরা হলি অন্ধকার ! আলো দেখে করিস্ শুধু ফু-ফু-ফু ফুৎকার।

তোদের ফু - তে নিব বে না এই আলোর বাতি, হবে আরো আলোয় আলোয় আলোকিত

মোদের রবের সে ওয়াদা দেয়া আছে আল-কোরাআনে, নয় রে মোরা আজ আর শঙ্কিত।

বিষয়: বিবিধ

১৩৫২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

279423
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : সাইফুল ভাই দারুন একটি কবিতা উপহার দিলেন
তাদের আঁতে ঘাঁ লাগবে....
********************************
তোমার স্বপ্ন পূরণ হবে-কিছু সময় লাগবে মাত্র

তোমার প্রয়ান জ্বেলে গেছে আলোর স্বপ্ন শিখা

যার দ্বায়ভার নিয়েছে তারুণ্যের জোয়ার

যে বীজ বপণ করেছ লাখো হৃদয়ে-তা আজ অঙ্কুরিত

বেড়ে উঠছে অদম্য সাহসে-কল্যাণী আহ্বানে

যাদের অন্তর মাঝে তুমি বেঁচে রবে আমরন

তোমার স্বপ্নের দুহাত দীর্ঘ্যতর হবে-দীগন্ত্য ছুঁতে

রশিকতার চ্ছলে কলে কৌশলে দিয়েছ ভালোবাসা-

ভালোবাসায় ভালোবাসায় শিখিয়েছ প্রভুর ভাষা,

আজ তোমার শিখানো ভাষায়-প্রতিবাদের আগুন জ্বলে

দলে দলে তারুণ্যের জোয়ার আজ-তাওহীদের ছায়াতলে

তুমি কলে কৌশলে চলে গেলে উর্দ্ধোলোকে-নয়া গন্তব্যে

রেখে গেলে একদল কল্যাণী ঝড়ো হাওয়া

যারা উল্টে দিবে তাগুতের ধূলির প্রাসাদ

মিথ্যার বুকের উপর দাড়াবে-তাওহীদি পতাকা হাতে

হাতে রবে ন্যায়ের তলোয়ার-যেখানে শান্তির বসবাস

তুমি চলে গেছো তারুণ্যের হৃদয়ে জ্বেলে গেছো-

দ্বীনের প্রজ্বোলীত মশাল-যার আলোয় আলোকিত তারুণ্য,

যে তারুণ্যের রক্তে লেখা হচ্ছে আগমীর ইতিহাস

তুমি চলে গেছো-দিয়ে গেছো আগামীর সুপ্রভাত

সালাম হে মহাবীর-মহা প্রস্থানেও তুমি মধ্যে মণি

তোমার দৃঢ় প্রত্যয়-ভেঙ্গে চুড়মার করেছে তাগুতের দম্ভ্য

দিশেহারা জালিম আজ মজলুমের রোশানলে

শুধু সময়ের ক্ষানিক বাকি-ধূলোয় মিশে যাবে-

তারুণ্যে ত্বাকবির ধ্বনিতে জালিমের সিংহাসন,

এই মাঁনচিত্রে আবারো বেঁজে উঠবে-তাওহীদের জয়োগান

তোমার স্বপ্নরা দলে দলে বুকে ধরবে-মোহাম্মদী আদর্শ

যে স্বপ্নের বাহনে চরে তুমি আজ-জান্নাতের সবুজ পাখি।
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৫
223158
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আপনার লেখাটি আরে চমৎকার আপনাকে অসংখ্য ধন্যবাদ জাযাকুমুল্লাহ খায়ের
279437
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৩
শরাফতুল্লাহ লিখেছেন : ভালো লাগল, ধন্যবাদ।
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৪
223162
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
279439
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৪৪
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ
279441
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Rose Rose খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
২৯ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫৪
223163
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আপনার ভাল লাগাতে আমার শ্রম ধন্য তাই আপনাকে ও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File