তোমাকে ভালবেসে

লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২৭ অক্টোবর, ২০১৪, ০১:৩০:২২ দুপুর

তোমাকে ভালবেসে যদি মরণ হয়

হে প্রিয় রাসূল

সে মরনে নেই কোন ভয়

সে মরন হয় জানি মধুময়।

তোমার পথে চলতে গেলে আসে যদি বাঁধা

অনাহারে থাকতে গিয়ে আসে যদি কাঁদা

সে কাঁদার অশ্র“জল হবে না তো ক্ষয়

সে কাঁদার অশ্র“জলে শান্তির সূর্য্যদ্বয়।

তোমার দিন রাখতে জারি যদি নাহি পারি

এ জীবনের মূল্য কি আর, কিসের বাহুদূরী

তুমিহীন জনম আমার কেমনে স্বার্থক হয়

হে প্রিয় রাসূল তুমি প্রিয় প্রেমময়।

আললাহকে পেতে হলে তোমার পথে আসতে হয়

সকল অনাচার জুলম-শাসন দুনিয়াতে সইতে হয়

কুরানের রাজ কায়েম হলে পূর্ণ বিজয় তারে কয়

দ্বীনের পথে জীবন দিলে শাহাদাৎ মুমিনের তামান্না হয়।

বিষয়: বিবিধ

১৫৬৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278601
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৩২
মামুন লিখেছেন : দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:২৬
222797
সাইফুল সাইমুম০১ লিখেছেন : মামুন ভাই আপনাকে বরাবরই প্রথম প্রায় আপনি আমায় অনুপ্রাণিত করলে জাযাকুমল্লাহ খায়ের
278608
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৫
প্রবাসী আশরাফ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:২৭
222798
সাইফুল সাইমুম০১ লিখেছেন : মহান এক ব্লগার আপনি তো তারাকা খচিত ব্লগার আপনাকে পাওয়া যেন আমার এই ব্লগ পেইজই ধন্য. কি দিয়ে যে আপনিকে বরণ করি,একরাশ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক ভালবাসা
২৯ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫০
222998
প্রবাসী আশরাফ লিখেছেন : দিলেন তো পাম দিয়া ফুলাইয়া...এমনিতে ব্লগে ঠিকমতো সময় দিতে পারিনা এই অপরাধে ক্ষতবিক্ষত তার পরে এমন তেল পাবার যোগ্যতা আমি রাখি বলে জাতি বিশ্বাস করে না...তবু ধন্যবাদ তৈলাক্ত করার জন্য।
278610
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৯
ফখরুল লিখেছেন : রাসুল তুমি আলোক শিখা গহীন আঁধার রাতে,
পথ দেখালে তুমি ওগো সন্দেহ নেই তাতে।

চমৎকার হয়েছে। Rose Good Luck
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩১
222801
সাইফুল সাইমুম০১ লিখেছেন : যে চমৎকার তার কাছে সবই চমৎকার লাগে, কথার খই ফুটাতে পারলে কন্ঠের খই অাপনিই ফুটান আমার প্রিয় গানের মালাখানি আপনার গলে.
278633
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০০
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : অসম্ভব ভালো লাগলো। Rose
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩২
222804
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আসলে বারে বারেই আপনি আমার হৃদয় জুড়ে থাকেন. আপনাকে হৃদয় জুড়েই ভালবাসা দিলাম
278649
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৫২
নূর আল আমিন লিখেছেন : তোমাকে ভালোবেসে হয় যেনো মরন হে রাসুল সাঃ
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৩
222807
সাইফুল সাইমুম০১ লিখেছেন : অনেক ধন্যবাদ ভাই নুর আল আমিন
278738
২৭ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৯
আফরা লিখেছেন : চমৎকার কবিতা ভাল লেগেছে ।
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৪
222808
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আফরা আপনাকে এক জীবনের লেখুনির ছন্দময় গাথুনি দিয়ে হৃদয় মালা গেঁথে দিলাম
279064
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৪
অনেক পথ বাকি লিখেছেন : আপনার কবিতাগুলো আমার অনেক ভালো লাগে। লিখুন বেশী বেশী পরিবর্তন করুন এই সমাজকে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File