আমার কোন কর্ম নাই

লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২৩ অক্টোবর, ২০১৪, ১২:২৫:০১ দুপুর

আমি আপন দেশে পাইনি ঠাঁই

পরবাসে দিন কাটায়।

যা ইচ্ছে তা করতে নাই

পর অধিনে বাঁধা পায়।

দেশটা হলো স্বাধীন ভাই

আমার কোন কর্ম নাই।

কি অপরাধ করছি হায়

দেশের মায়ায় কাঁদছি তাই।

স্বপ্ন সুখের আশা নিয়ে

বাঁচতে আমি চাই।

দেশের ছেলে দেশে এবার

ফিরে আসতে চাই।

দেশকে নিয়ে লিখতে বসি

গল্প গানের কবিতা।

হৃদয় দিয়ে আঁকতে যায়

মায়ের ছবির মমতা।

আর যাব না পর দেশে

এই করেছি পণ যে ভাই।

মরতে হলে মরব আপন দেশে

রাগ করিস্ নি ভাই।

বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277404
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:০২
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লাগল। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫২
222387
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আপনাকে জানাই আন্তরিক মোবারকবাদ
277420
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:৩০
আফরা লিখেছেন : অনেক ধন্যবাদ ভাল লাগল ।
278598
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৫
সাইফুল সাইমুম০১ লিখেছেন : আফরা আপনাকে ও অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File