আলাপন >> সাইফুল সাইমুম
লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২২ অক্টোবর, ২০১৪, ০২:৩০:১৩ দুপুর
click here
চিঠি এখন হয়না লেখা হরেক রকম আলাপন
ব্যস্ত এখন নগরবাসী ভিলেজ বন্ধুও সারাক্ষণ।
কেউ বা সুখের গল্প করে, কেউ বা আবার দুখের
কারো ব্যালেন্স অতি অল্প, তবুও চাপা মুখের।
ইভটিজিং বন্ধ করতে করছে দেশে আইন
টেলিটক পাল্লা দিয়ে করছে ফ্রি সাইন।
রাত ১২টার পরে শুধু ফ্রি আর ফ্রি
যতখুশী কথা বল, আর কর না দেরী।
স্বদেশ-বিদেশ এখন আর কে বলে যে দুরে
হঠাৎ হঠাৎ বাজে রিংটোন নতুন মধুর সুরে।
আপার আছে হাজবেন্ড , প্রবাসে যে থাকে
মুরগীর কি ডিম পাড়ে, সেই খবর সে রাখে
ভাইয়া এখন চাকরীজীবি, সময় মত অফিস
একটু দেরী হলে ফোনে, ভাবী বলেন রাবিশ।
ছোট ভাইটি কলেজে পড়ে, ষ্টুডেন্টতো বটে
তার একটা সেলফোন চাই, কত মাইয়া পটে।
কাজের বেটি রহিমা, ৩০০ টাকা মাইনে
তার সাথে আবুল মিয়া আছে এখন লাইনে।
করিম মিয়া রিক্সাচালক তারও আছে ফোন
ভিক্ষুক এখন ভিক্ষা করে হ্যালো বলে বোন।
নুরু চাচা অতি বৃদ্ধ, নিঃশ্বাস ছাড়ে হায়রে
সব কিছু হয়ে গেছে কেমন, আগের মত নাইরে।
নান্টু মিয়া বন্ধু আমার, হেসে কহে আসছে ডিজিটাল
তার বান্ধবী আল্টামডার্ণ, লেডিস নয় যেন হাফমেন্টাল।
খুকু এখন মোবাইল ফোনে, আব্বু আব্বু বলে
বয়স তার ৯ মাস , দাপুস -দুপুস হামাগুড়ি দিয়ে চলে।
আব্বার আছে ফেবারিট নাম্বার টু ডাবল ফোর থ্রী ফোর
হাউজ টু মস্কো চেম্বার, প্রেয়ার টকিং কামিং মোর।
রোজ সকালে আম্মু বলে হইছে দেখ ভোর
মর্নিং ওয়ার্ক কবে করবে? খুলে দিয়ে দ্বোর।
দাদুর হাতে লাঠির ঠক্ ঠক্, গুঁড়ো পানের কল্কি
কলির যুগের তামাশা দেখে দেয়রে দাদু দম্কি।
ধনী-গরীব সবার হাতে, নিত্য নতুন সেট
ফেইসবুকের সাথে আছে রিংটোন ভরা নেট।
মিসকল আর রঙনাম্বার নানা বোলের চলে
তরুণ-তরুণী যুবক-যুবতী, প্রেম-পরকীয়া খেলে।
মাস্তান এখন যায় না কাজে করতে অপারেশন
কল দিয়ে মালিকদের লাগিয়ে দেয় টেনশন।
এইভাবে ভাই চলছে হরদম সারাবিশ্বে আলাপন
মোবাইল কোম্পানী ভীষণ খুশী দিয়ে জ্বালাতন।
ঘুম আর খাওয়া চাই না, কিছু ব্যালেন্স থাকা চাই
কথা ছাড়া এখন আর মূল্য কিছুর নাই।
যাক ফুরিয়ে ব্যালেন্স যত কথা কি আর শেষ হয়
আজে-বাজে সব কথার পান্ডুলিপি খুলে কয়।
উপকার আর অপকার দুটি আছে টেলিটক
অপ্রয়োজনে কেন কর সদা কেবল সেথায় নক।
আজকে সবায় বেহিসাবী চালাও কথার গুঞ্জরন
একদিন সবায় পড়বে ধরা খুলে যাবে আবরণ।
দুই কাঁধেতে দু’ই ফেরেশ্তা লিখছে হিসেব আজীবন
সে হিসেব রেখে বন্ধু করতে পার যতখুশী আলাপন।
click here
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভিক্ষুক এখন ভিক্ষা করে হ্যালো বলে বোন।
আপনাকে ও ধন্যবাদের সাথে ফুলেল শুভেচ্ছা
মন্তব্য করতে লগইন করুন