আরাধনা। সাইফুল সাইমুম
লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ২২ অক্টোবর, ২০১৪, ১২:০২:০৩ দুপুর
ক্ষমা কর মোরে, শিথিল কর মোর বেদনা
মুক্ত কর মোর জটিলতা, পূর্ণ কর বাসনা।
সকল কাজে ধৈর্য্য দিও প্রভু,
সকলের ত্বরে দিও মোর ভাবনা;
সকলের মাঝে মিল দিও, দিও না কাউকে যাতনা।
যদি কভু পথ ভুলে যাই, দিও সঠিক পথের ঠিকানা
ভাবনার ত্বরে নিও ভ য়, দিওতোমার দিদার কামনা।
প্রভু বয়সের ভারে কভু যেন আমি তোমারে ভুলি না
আমার সব মগ্ন ধ্যানে তোমার ত্বরে মুক্ত রাখ চেতনা।
আপদে বিপদে মোরে দাও সে বাণী -সুরের শান্তনা
যা দিয়েছ বিশ্ব মানবের ত্বরে, তোমার অপার করুনা।
আমার মমর্র চিত্তে ফুটিয়ে দিও সে ফুল বরণ অরুণা
রাসূল প্রেমের পরশ দিও, কোরআন হাদীসের ধারণা।
যদি কভু মরণ পথে ডাক আমায়, অপূর্ণতায় নিও না
গভীর সম জুড়ায়ে প্রাণ, তোমার অপ্রিয় বান্দা কর না।
আমার সকল ক্ল্যান্তি-শ্রম তোমার পথকে করি প্রার্থনা
পূর্ণ কর আশা যত, ধন্য কর দান, শূণ্য কিছু রেখো না।
সকলের ত্বরে বরে দিও সুখ, দিও আমার সকল রচনা
কন্ঠে দিও মোর সুরের লহরী, লিখতে দিও তার আরাধনা।
বিষয়: সাহিত্য
১২৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক দিন পর আপনার কবিতা পড়লাম ভাল লাগলো আশা করি ব্লগে নিয়মিত লিখবেন।
ধন্যবাদ
ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
এসেছো মোর সমুদ্বয় ব্লগও ভবে
অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন