কষ্টের আলিঙ্গন

লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ১৪ অক্টোবর, ২০১৪, ১১:২৫:৪০ সকাল

কষ্টের আলিঙ্গনে চুমে চলছি অজানার পথে

দুঃখ দিনতার পিঞ্জর ভেঙ্গে ভুলি কি রথে।

খুব যন্ত্রনা কাতরতায় হয়ত আজ বিপথ

তাইতো কঠিনের ত্বরে নিয়েছি সে শপথ।

কাউকে ভালবাসতে গিয়ে কাউকে হারায়

কাউকে খুশী রাখতে কাউকে কাঁদায়।

তবুও জীবনের কথা বলি অজস্র সেই গল্প

কি লাভ তাতে! সুখের কোলে চেনা অতিঅল্প।

গাই সময়ের গান বেসুরা বাঁজে কণ্ঠস্বর

কারো সমাদর পায় না সেই অথবা আদর।

ভক্তির প্রতি শ্রদ্ধা যেন গভীর থেকে উঠে ঢেউ

সব পরিচিতা আজ অপরিচিত চেনে না তরে কেউ।

যে চলে যায়, দুরে বহুদুরে সীমানা ফেরিয়ে

আপন সীমানায় ঘুরে সে আসে না বেরিয়ে।

কষ্টের রং কি? যে পায় সে জানে বিভৎসতায়

কাকে দেবে সে গালি, আধাঁরের দুর্বৃত্ততায়।

বোধহীন পশু! আজ মনুষ্য দাবী করে

গর্ব ভরে বুক ফুলিয়ে দৃষ্টিতম স্বরে।

আর আমরা গগণচুম্বি স্পর্শে ব্যস্ততম প্রহরী

কষ্টের আলিঙ্গন রোষে চালায় আজাদীর তৈরী।

বিষয়: বিবিধ

১১৬৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274214
১৪ অক্টোবর ২০১৪ দুপুর ১২:০৩
শিশির ভেজা ভোর লিখেছেন : অসাধারণ অসাধারণ Thumbs Up
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৮
221012
সাইফুল সাইমুম০১ লিখেছেন : প্রিয় শিশির ভেজা ভোর আপনি কষ্ট করে পড়েছেন আবার অসাধারণ বলে মন্তব্য ও করলেন আপনাকে যে এই গরীবের উঠোন ঘর থেকে কি দিয়ে ফেরায়? আমার লেখার সবটুকু পাওনা আপনাকেই উজাড় করে দিলাম

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File