ঘুমের সাথে আপনার বল প্রয়োগ করে দেখান তো!

লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ১৩ অক্টোবর, ২০১৪, ১২:১১:২০ দুপুর

ঘুমের সাথে আপনার বল প্রয়োগ করে দেখান তো!

ঘুম! আল্লাহর দেয়া এক অনন্য নেয়ামত। এই কথা অস্বীকার করা হিন্দু -বৌদ্ধ, মুসলীম-খৃস্টান সকল ধর্মের কোন মানুষের পক্ষে সম্ভব না। আপনার পক্ষে আল্লাহর নিয়মের বাহিরে যাওয়া কখনো সম্ভব হবে না। দিনে অনেক ঘুমাতে পারেন। কিন্তু রাতের ঘুম রাতেই ঘুমাতে হবে। না হইলে ডাক্তার আর বিজ্ঞানীদের মতে আপনি অসুস্থ হয়ে পড়বেন। আপনি তো ভারি অহংকারী, তাহলে ঘুমের সাথে আপনার বল প্রয়োগ করে দেখান তো! বড়জোর কতদিন না ঘুমিয়ে থাকতে পারবেন? নেশা করে অজস্র ভোগ বিলাস আর আমোদ-প্রমোধের আয়োজন করে। হাই পাওয়ার ক্যাপসোল-টেবলেট সেবন করে। না চ্যালেঞ্জ করলাম পারবেন না। ঘুম নিয়ে কাব্য হতে পারে গল্প আর রসিকতা হতে পারে তবুও আপনাকে ঘুমের কোলে ঢলে পড়তে হবেই। আল্লাহ দিন সৃষ্টি করেছেন কর্ম ও উর্পাজনের জন্য আর রাত সৃষ্টি করছেন আরাম দায়ক বিশ্রামের জন্য অর্থ্যাৎ ঘুমের জন্য। প্রশান্তির এক অনন্য নাম হচ্ছে ঘুম। তা এবাদত ও বটে। যখন কর্মক্লান্ত শরীর ক্ষুদার্ত হয়ে পড়ে তখন আপনার শরীর নিস্তেজ করে ঘুম নিয়ে আসে রহমত সহ এক অনন্য শান্তির ছোঁয়ার পরশবুলি। ঘুমের সাথে রাজা-বাদশা শাসন কিংবা সন্ত্রাসীর ত্রাস কিছুই চলে না। অনেকেই ঘুমের যন্ত্রণায় ফুটপাতে দাড়িয়ে ঠেস দিয়ে অফিসে দিব্যি ঘুমাতে থাকে আবার কেউ বা ঘুমের জন্য ওষুধ সেবন করে, বিচিত্র এই ধরণীতে প্রত্যেক জীব ও প্রাণী জগত ঘুমায় বেশীর ভাগ রাতেই। তাই তো প্রিয় রব, ঘুমের সময় বান্দার উপর কলম তুলে নেন। ঘুমের কোলের স্বপ্ন স্বাদ ভয় এর কোন হিসেব নিবেন না। রবের প্রত্যেকটি দয়া ও রহমতের মধ্যে ঘুম যে এক তুলনা বিহীন নেয়ামত তার শোকরিয়া করে কখনো শেষ করা যাবে না। সেই আস্তিক হোক আর নাস্তিকই হোক, আমরা মনুষ্যজাতিরা বড়ই অকৃতজ্ঞ।

বিষয়: বিবিধ

১২৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273858
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৫৭
বন্যা ইসলাম লিখেছেন : মানুষের ঘুমের সাথে ভুত, পেত্নি, আল্লা, দৈত্যের কি সম্পর্ক?
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৩
221009
সাইফুল সাইমুম০১ লিখেছেন : রাতে ঘুমের মাঝে এক ধরনের ভুত আসে, আবার ঘুমের কোলে দেহ মানবের কোন হিসেব লেখা হয় না। আশা করি প্রিয় বন্যা ইসলাম বুঝতে পেরেছেন, আপনাকে সঠিক মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ
273861
১৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৩
প্রেসিডেন্ট লিখেছেন : ফাবিয়্যায়ি আলায়্যি রাব্বিকুমা তুকাযযিবান।
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৫
221010
সাইফুল সাইমুম০১ লিখেছেন : প্রিয় প্রেসিডেন্ট আপনি সূরা আর-রাহমান এর বারংবার যে আয়াত এসেছে তা দিয়ে মন্তব্য করেছেন আপনাকে জানাই স্ব-শ্রদ্ধাময় সালাম ও জাজাকুমুল্লাহ খায়ের

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File