সৌদি আরবে প্রবাসী বাংলাদেশী কতৃক শতাব্দী শিল্পী গোষ্ঠীর ' ঈদ উৎসব ২০১৪'
লিখেছেন লিখেছেন সাইফুল সাইমুম০১ ১২ অক্টোবর, ২০১৪, ০৯:৩৬:২২ রাত
গত ৫ই অক্টোবর সৌদি আরব রিয়াদের মালাজে, প্রবাসী বাংলাদেশী “শতাব্দী শিল্পী গোষ্ঠি” কতৃক এক বর্ণাঢ্য ঈদ উৎসবের আয়োজন করে। মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে রিয়াদের অবস্থানরত বাংলাদেশের বিশিষ্ট্য ব্যবসায়ী রাজনীতিবিদ সহ মিডিয়া কর্মীদের সাথে উপস্থিত ছিলেন সেইখানকার কর্মরত পেশাজীবি শ্রমজীবী বাংলাদেশীরা। বক্তাদের মূল আলোচনায় বাংলাদেশের বর্তমান পেক্ষাপট বিশেষ ভাবে উঠে আসে। উৎসবে, খেলা-দুলার পাশাপাশি, হিন্দি সিরিয়ালের আগ্রাসনের বিরুদ্ধে, সাইফুল সাইমুমের লেখা ও বজলুর রহমানের পরিচালনায়, গান-কৌতুক ও নাটক “হায়েনার থাবায়” অভিনয় শিল্পীরা দর্শকদের আনন্দ বিনোদনে মাতিয়ে তুলে। পুরুস্কার ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
বিষয়: বিবিধ
১১৮৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ আপনাকে যে ফেলাম তাতে যে আমি কত আনন্দিত ও মুগ্ধ
সুস্হ্য বিনোদন আত্মার উৎকর্ষ সাধনে ব্যাপক ভূমিকা রাখে। এমন নির্মল বিনোদনে আংশগ্রহন করতে পারলে অনেক ভালো লাগতো আমাদেরও।
সামনের কোন অনুষ্ঠানে আমাদের কে জানাবেন কিন্তু, আমরা রিয়াদে আছি.....।
মন্তব্য করতে লগইন করুন