বিদঘুটে প্রাণীিটির নাম টার্ডিগ্রেড

লিখেছেন লিখেছেন কাঁচা পত্তের রস ২৫ জুলাই, ২০১৫, ১০:২৬:০৮ সকাল



ছবির এই বিদঘুটে প্রাণীিটির নাম টার্ডিগ্রেড। দেখতে যেমন অদ্ভুত, টার্ডিগ্রেডের বেঁচে থাকার কাহিনী তার চেয়ে আরো হাজারগুণ বেশি অদ্ভুত।

উচ্চ তাপমাত্রায় ফুটান, অথবা হিমশীতল তাপমাত্রায় নিয়ে যান কিংবা প্রবল চাপ প্রয়োগ: যাই করুন না কেনো, টার্ডিগ্রেড নামের এই জলজ ক্ষুদে প্রাণীগুলো খুব সহজেই নিজের প্রাণ বাঁচাতে পারে। আর যদি এদের প্রাণনাশে ব্যর্থ হয়ে পৃথিবী থেকে মহাকাশে পাঠিয়ে দেন, সেখানেও বেঁচে থাকা ও বংশবৃদ্ধি করার সক্ষমতা দেখিয়েছে টার্ডিগ্রেড।

১৯২০ সালে ১৫১ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট ধরে কতগুলো টার্ডিগ্রেডকে ফোটানোর পর দেখা গেছে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে শুরু করেছে। এছাড়া -২৫৩ ডিগ্রী সেলসিয়াসে আট ঘণ্টা ধরে রেখে দেয়ার পরও একই লক্ষণ দেখিয়েছে জলজ ভালুক নামে পরিচিত প্রাণীগুলো। টার্ডিগ্রেডরা ৫০০ মেগা প্যাসকেল চাপেও বহাল তবিয়তে বেঁচে থাকতে পারে বলে দেখা গেছে। ২০০৭ সালে একটি পরীক্ষা চলাকালীন সময়ে স্যাটেলাইট থেকে কিছু টার্ডিগ্রেডকে মহাশূণ্যে উন্মুক্ত করা হয়। ফলাফল রীতিমতো বিষ্ময়কর। এই টার্ডিগ্রেডদের বেশিরভাগ বেঁচে তো ছিলোই, নারী টার্ডিগ্রেডদের অনেকে ডিমও পাড়ে।

টার্ডিগ্রেডরা মূলত জলজ প্রাণী। আকারে এক মিলিমিটারের এক-দশমাংস থেকে সর্বোচ্চ দেড় মিলিমিটার পর্যন্ত হতে পারে। জলজ পরিবেশে শ্যাওলা, মস ইত্যাদি মূলত এদের প্রধান খাদ্য। তবে বেঁচে থাকার এই অসাধারণ দক্ষতার কারণে পৃথিবীর সবচেয়ে শুষ্ক এলাকাগুলোতেও রয়েছে এদের ব্যাপক উপস্থিতি।

প্রতিকূল পরিবেশে টার্ডিগ্রেডরা শরীরের বিপাক ক্রিয়া .০০১ শতাংশে নামিয়ে নিয়ে আসতে পারে। এবং এভাবে এরা কাটিয়ে দিতে পারে বছরের পর বছর। ১৯৪৮ সালে ইতালির এক প্রাণীবিজ্ঞানী দাবি করেন, জাদুঘরে সংরক্ষিত ১২১ বছর পুরনো একটি মস নমুনা পানির সংস্পর্শে আাসার পর সেটার সঙ্গে লেগে থাকা টার্ডিগ্রেডরা পুনরায় প্রাণের লক্ষণ দেখাচ্ছে। ১৯৯৫ সালে ৮ বছর ধরে আপাত-মৃত টার্ডিগ্রেডদের পুনরায় জীবন শুরু করতে দেখা গেছে।

এখন পর্যন্ত ৯০০রো বেশি প্রজাতির টার্ডিগ্রেড শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে সব প্রজাতিতে বেঁচে থাকার এই অদ্ভুত দক্ষতা নেই।

সূত্র: Click this link

বিষয়: বিবিধ

১৫৭২ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

331476
২৫ জুলাই ২০১৫ সকাল ১০:৫৩
হতভাগা লিখেছেন : এর চোষকের প্যাটার্ন দেখে প্রথমে যান্ত্রিক কিছু মনে হয়েছিল । এটার সাথে স্ক্যাবিস (চর্ম রোগ) এর জীবানু itch mite এর মত মনে হচ্ছে

।http://www.bing.com/images/search?q=itch mite&first=1&count=28&qpvt=itch+mite&FORM=IBASEP
২৫ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৮
273796
কাঁচা পত্তের রস লিখেছেন : প্রথমে দেখে অনেকটা রোবট মনে হয়েছে আমারও।Good Luck
331481
২৫ জুলাই ২০১৫ সকাল ১১:৩৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাপরে!!! এদের মৃত্যু কেমনে হয়!!
২৫ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৬
273784
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুবহা-ন আল্ল-হ!!!!

ফা তাবা-রাকাল্ল-হু আহসানুল খা-লিকীন
২৫ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৯
273798
কাঁচা পত্তের রস লিখেছেন : যিনি সৃষ্টি করেছেন তিনিই ভাল জানেন।
331487
২৫ জুলাই ২০১৫ দুপুর ১২:৫৬
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

সুবহা-ন আল্ল-হ!!!!

ফা তাবা-রাকাল্ল-হু আহসানুল খা-লিকীন

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
২৫ জুলাই ২০১৫ দুপুর ০২:৫৯
273799
কাঁচা পত্তের রস লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।Good Luck
331488
২৫ জুলাই ২০১৫ দুপুর ০১:০৬
দ্য স্লেভ লিখেছেন : কি কারবার রে বাবা !!
২৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:০০
273800
কাঁচা পত্তের রস লিখেছেন : হুম, কঠিন কারবার!Good Luck
331513
২৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:৪৫
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আশ্চর্য প্রাণী! তো এর মরে ক্যামনে। এই ধরনের জটিল প্রাণ তো আমাদের দেশের রাজনিতীবিদ দের হওয়া দরকার।
২৫ জুলাই ২০১৫ বিকাল ০৫:৫৫
273823
কাঁচা পত্তের রস লিখেছেন : রাজনীতিবিদদের কথা আর বইলেননা । তাদের কর্মফল তারা একদিন নিশ্চয় ভোগ করবে। আর এই প্রানীগুলো তো নিস্পাপ। তাই এদের সাথে অন্য কারো তুলনা করা ঠিক নয়।
331540
২৫ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৬:৩৬
আবু জান্নাত লিখেছেন : সুবহান আল্লাহ
জাযাকাল্লাহ খাইর
২৫ জুলাই ২০১৫ রাত ১০:৪৫
273858
কাঁচা পত্তের রস লিখেছেন : ধন্যবাদ ভাই ।Good Luck
331557
২৫ জুলাই ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
রক্তলাল লিখেছেন : বিষয় নির্বাচন ভাল। এরকম বিষয় নিয়ে আরো লিখুন।
২৫ জুলাই ২০১৫ রাত ১০:৪৭
273859
কাঁচা পত্তের রস লিখেছেন : ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।Good Luck
331628
২৬ জুলাই ২০১৫ সকাল ০৮:৪৭
আকবার১ লিখেছেন : কেবলি রোবটের যুদ্ধ দেখছিলাম। এমআইটি এর
টীমকে হারিয়ে দিয়েছে। ভেবেছিলাম রোবটের মতন হবে।
২৬ জুলাই ২০১৫ সকাল ০৯:১৩
273895
কাঁচা পত্তের রস লিখেছেন : Happy Happy Happy আমিও তাই ভাবছিলাম।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File