বিদঘুটে প্রাণীিটির নাম টার্ডিগ্রেড
লিখেছেন লিখেছেন কাঁচা পত্তের রস ২৫ জুলাই, ২০১৫, ১০:২৬:০৮ সকাল
ছবির এই বিদঘুটে প্রাণীিটির নাম টার্ডিগ্রেড। দেখতে যেমন অদ্ভুত, টার্ডিগ্রেডের বেঁচে থাকার কাহিনী তার চেয়ে আরো হাজারগুণ বেশি অদ্ভুত।
উচ্চ তাপমাত্রায় ফুটান, অথবা হিমশীতল তাপমাত্রায় নিয়ে যান কিংবা প্রবল চাপ প্রয়োগ: যাই করুন না কেনো, টার্ডিগ্রেড নামের এই জলজ ক্ষুদে প্রাণীগুলো খুব সহজেই নিজের প্রাণ বাঁচাতে পারে। আর যদি এদের প্রাণনাশে ব্যর্থ হয়ে পৃথিবী থেকে মহাকাশে পাঠিয়ে দেন, সেখানেও বেঁচে থাকা ও বংশবৃদ্ধি করার সক্ষমতা দেখিয়েছে টার্ডিগ্রেড।
১৯২০ সালে ১৫১ ডিগ্রি সেলসিয়াসে ১৫ মিনিট ধরে কতগুলো টার্ডিগ্রেডকে ফোটানোর পর দেখা গেছে সেগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে শুরু করেছে। এছাড়া -২৫৩ ডিগ্রী সেলসিয়াসে আট ঘণ্টা ধরে রেখে দেয়ার পরও একই লক্ষণ দেখিয়েছে জলজ ভালুক নামে পরিচিত প্রাণীগুলো। টার্ডিগ্রেডরা ৫০০ মেগা প্যাসকেল চাপেও বহাল তবিয়তে বেঁচে থাকতে পারে বলে দেখা গেছে। ২০০৭ সালে একটি পরীক্ষা চলাকালীন সময়ে স্যাটেলাইট থেকে কিছু টার্ডিগ্রেডকে মহাশূণ্যে উন্মুক্ত করা হয়। ফলাফল রীতিমতো বিষ্ময়কর। এই টার্ডিগ্রেডদের বেশিরভাগ বেঁচে তো ছিলোই, নারী টার্ডিগ্রেডদের অনেকে ডিমও পাড়ে।
টার্ডিগ্রেডরা মূলত জলজ প্রাণী। আকারে এক মিলিমিটারের এক-দশমাংস থেকে সর্বোচ্চ দেড় মিলিমিটার পর্যন্ত হতে পারে। জলজ পরিবেশে শ্যাওলা, মস ইত্যাদি মূলত এদের প্রধান খাদ্য। তবে বেঁচে থাকার এই অসাধারণ দক্ষতার কারণে পৃথিবীর সবচেয়ে শুষ্ক এলাকাগুলোতেও রয়েছে এদের ব্যাপক উপস্থিতি।
প্রতিকূল পরিবেশে টার্ডিগ্রেডরা শরীরের বিপাক ক্রিয়া .০০১ শতাংশে নামিয়ে নিয়ে আসতে পারে। এবং এভাবে এরা কাটিয়ে দিতে পারে বছরের পর বছর। ১৯৪৮ সালে ইতালির এক প্রাণীবিজ্ঞানী দাবি করেন, জাদুঘরে সংরক্ষিত ১২১ বছর পুরনো একটি মস নমুনা পানির সংস্পর্শে আাসার পর সেটার সঙ্গে লেগে থাকা টার্ডিগ্রেডরা পুনরায় প্রাণের লক্ষণ দেখাচ্ছে। ১৯৯৫ সালে ৮ বছর ধরে আপাত-মৃত টার্ডিগ্রেডদের পুনরায় জীবন শুরু করতে দেখা গেছে।
এখন পর্যন্ত ৯০০রো বেশি প্রজাতির টার্ডিগ্রেড শনাক্ত করা সম্ভব হয়েছে। তবে সব প্রজাতিতে বেঁচে থাকার এই অদ্ভুত দক্ষতা নেই।
সূত্র: Click this link
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
।http://www.bing.com/images/search?q=itch mite&first=1&count=28&qpvt=itch+mite&FORM=IBASEP
সুবহা-ন আল্ল-হ!!!!
ফা তাবা-রাকাল্ল-হু আহসানুল খা-লিকীন
সুবহা-ন আল্ল-হ!!!!
ফা তাবা-রাকাল্ল-হু আহসানুল খা-লিকীন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
জাযাকাল্লাহ খাইর
টীমকে হারিয়ে দিয়েছে। ভেবেছিলাম রোবটের মতন হবে।
মন্তব্য করতে লগইন করুন