কয়েকটি ইসলামিক প্রশ্ন ও উত্তর -৭

লিখেছেন লিখেছেন কাঁচা পত্তের রস ০১ মার্চ, ২০১৫, ১০:২৬:২১ রাত



ইসলমিক জীবন আমরা সবাই চাই। তাই জানতে হবে ইসলামিক নিয়ম। আজ ৭ম পর্বে যে প্রশ্নত্তোর গুলো আমরা দেখব সেগুলো হলো:

*চোখের ভিতরে কন্টাক্ট লেন্স ব্যবহার করা কি বৈধ?

*স্বামীর চোখে অধিক সুন্দরী সাজার জন্য কি মাথার পরচুলা, নকল চুল বা টেসেল ব্যবহার করা যায়?

*সৌন্দর্যের জন্য প্লাস্টিক সার্জারি বৈধ কি?

*বৈধ খেলাধুলার সময় শর্ট প্যান্ট পরা কি বৈধ কি?

*বাড়িতে পাখি পোষা কি জায়েয়?


প্রশ্ন: চোখের ভিতরে কন্টাক্ট লেন্স ব্যবহার করা কি বৈধ?

উত্তর: প্রয়োজন হলে অবশ্যই বৈধ। তবে বিনা প্রয়োজনে কেবল চোখের সৌন্দর্য আনয়নের জন্য অর্থের অপচয় ঘটানো ঠিক নয়। বৈধ নয় অনুরূপ সৌন্দর্য নিয়ে কাউকে ধোঁকা দেওয়া। (ইসলামিক ফাউন্ডেশন)

প্রশ্ন: স্বামীর চোখে অধিক সুন্দরী সাজার জন্য কি মাথার পরচুলা, নকল চুল বা টেসেল ব্যবহার করা যায়?

উত্তর: মহিলার সুকেশ সৌন্দর্যের অন্যতম। মাথায় আদৌ চুল না থাকলে ত্রুটি ঢাকার জন্য পরচুলা ব্যবহার করা যায়। কিন্তু অধিক চুল দেখাবার জন্য তা বৈধ নয়। যেহেতু ‘যে অপরের মাথার পরচুলা বেঁধে দেয় এবং সে নিজের মাথায় তা বাঁধে, এমন উভয় মহিলাকেই নবী (সঃ) অভিশাপ করেছেন।’ (বুখারী ৫৯৪১, মুসলিম ২১২২, ইবনে মাজাহ ১৯৮৮ নং)

প্রশ্ন: সৌন্দর্যের জন্য প্লাস্টিক সার্জারি বৈধ কি?

উত্তর: প্লাস্টিক সার্জারি দুটি উদ্দেশ্যে করা হয়ঃ আঙ্গিক ত্রুটি দূরীকরণের উদ্দেশ্যে অথবা অতিরিক্ত সৌন্দর্য আনয়নের উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্যে বৈধ। যেমন বিকৃত ও কুশ্রী মুখমণ্ডলে সৌন্দর্য আনয়নের উদ্দেশ্যে করা যায়। কিন্তু দ্বিতীয় উদ্দেশ্যে বৈধ নয়। কারণ তাতে আল্লাহ্‌র সৃষ্টিতে বিকৃতি সৃষ্টি করা হয়। যা শয়তানের প্ররোচনায় করা হয়। (সূরা নিসা ১১৯ আয়াত)

আর মহানবী (সঃ) (হাত বা চেহারায়) দেগে যারা নকশা করে দেয় অথবা করায়, চেহারা থেকে যারা লোম তুলে ফেলে (ভ্রু চাছে), সৌন্দর্য আনার জন্য যারা দাঁতের মাঝে ঘসে (ফাঁক ফাঁক করে) এবং আল্লাহ্‌র সৃষ্টি প্রকৃতিতে পরিবর্তন ঘটায় (যাতে তাঁর অনুমতি নেই) এমন সকল মহিলাদেরকে আল্লাহ্‌র অভিশাপ দিয়েছেন। (বুখারী ৪৮৮৬ নং, মুসলিম ২১২৫ নং, আসহাবে সুনান)

প্রশ্ন: বৈধ খেলাধুলার সময় শর্ট প্যান্ট পরা কি বৈধ কি?

উত্তর: যে প্যান্টে জাং খোলা যায়, সে প্যান্ট পরাই বৈধ নয়। হাঁটু পর্যন্ত প্যান্ট পরে খেলাধুলা করা বা সাঁতার কাটা যায়। জাং খোলা খেলোয়ারের খেলা দেখাও দর্শকের জন্য বৈধ নয়।

মহানবী (সঃ) বলেন, “তুমি তোমার ঊরু খুলে রেখো না এবং কোন জীবিত অথবা মৃতের উরুর দিকে তাকিয়ে দেখো না।” (আবূ দাঊদ, সহীহুল জামে ৭৪৪০ নং)

অন্যত্র বলেন, “তুমি তোমার জাং ঢেকে নাও। কারণ, জাং হল লজ্জাস্থান।” (আহমাদ, আবূ দাঊদ, তিরমিযী, হাকেম ইবনে হিব্বান, সহীহুল জামে ৭৯০৬ নং)

পক্ষান্তরে কিশোরী ও যুবতীদের জন্য বৈধ নয় কোন পুরুষ (প্রশিক্ষক বা অন্য পুরুষের) সামনে অনুরূপ ব্যায়াম, শরীর-চর্চা বা খেলাধুলা করা অথবা সাঁতার কাটা বৈধ নয় এবং তা দর্শন করাও বৈধ নয়।

প্রশ্ন: বাড়িতে পাখি পোষা কি জায়েয়?

উত্তর: সৌন্দর্য ও বিলাসিতার জন্য পিঞ্জারা বা ঘরের মধ্যে আবদ্ধ রেখে পাখি পোষা, হওয বা পাত্রের মধ্যে পানি রেখে মাছ পোষা বৈধ, যদি সঠিকভাবে খেতে ও পান করতে দেওয়া হয় এবং কোন প্রকারে যুলুম না করা হয়।

আল্লাহ্‌র রাসুল (সঃ) বলেন, “একজন মহিলা একটি বিড়ালের কারণে জাহান্নামে গেছে, যাকে সে বেঁধে রেখে খেতে দেয়নি এবং ছেড়েও দেয়নি; যাতে সে নিজে স্থলচর কীটপতঙ্গ ধরে খেত।” (বুখারী ২৩৬৫, ৩৪৮২, মুসলিম ২২৪২ নং)

বুঝা গেল, যদি তাকে খেতে দিত, তাহলে জাহান্নামে যেত না। (ইবনে বায)

উত্তর দিয়েছেন: আব্দুল হামীদ ফাইযী, বাংলা হাদিস (সাজসজ্জা ও প্রসাধন)

পূর্বের পর্বগুলো একসাথে- কয়েকটি ইসলামিক প্রশ্ন ও উত্তর

বিষয়: বিবিধ

২০৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306749
০১ মার্চ ২০১৫ রাত ১০:৫৪
আবু জান্নাত লিখেছেন : ধন্যবাদ, ধারাবাহিক চালিয়ে যান। অনেক ভালো লাগলো। জাযাকাল্লাহ খাইর
০২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১১
248266
কাঁচা পত্তের রস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই আবু জান্নাত । ভাল থাকবেন-Good Luck
306755
০২ মার্চ ২০১৫ রাত ১২:০২
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : ছাগল বান্ধব পোষ্ট।
০২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
248265
কাঁচা পত্তের রস লিখেছেন : পরকালে বাঁচতে চাইলে মহান আল্লাহর প্রতি ঈমান আনা ছাড়া কোন পথ খোলা নেই । তাই আশা করি ইসলামের সঠিক পথে আসবেন।
306760
০২ মার্চ ২০১৫ রাত ১২:৪৫
আব্দুল গাফফার লিখেছেন : পড়ে খুব ভাল লাগলো , অনেক ধন্যবাদ আপনাকে Good Luck Good Luck Good Luck
০২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
248267
কাঁচা পত্তের রস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাই আব্দুল গাফফার । ভাল থাকবেন-Good Luck
306770
০২ মার্চ ২০১৫ রাত ০১:২৬
বিভীষিকা লিখেছেন : অনেক ধন্যবাদ
০২ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৭:১৪
248268
কাঁচা পত্তের রস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ বিভীষিকা । ভাল থাকবেন-Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File