কয়েকটি ইসলামিক প্রশ্ন ও উত্তর-৬

লিখেছেন লিখেছেন কাঁচা পত্তের রস ২১ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:০১:৫১ রাত



সমাজে ইসলাম মেনে চলার জন্য যে বিষয়গুলো আমাদেরকে জানা দরকার তার কয়েকটি আজ জানবো। যেগুলো খুবই দরকারী। যে প্রশ্নত্তোর গুলো জানাব তা হলো-

সৌন্দর্যের জন্য ভ্রু চাঁছা কি বৈধ?

হাতের নখ লম্বা করা কি হারাম?

নখে নখ পালিশ লাগানো কি বৈধ?

বিউটি পার্লারে সুন্দরী সাজতে যাওয়া কি মুসলিম মহিলাদের জন্য বৈধ?

আসুন এবার জেনে নিই প্রয়োজনীয় উত্তরগুলো-

প্রশ্ন: সৌন্দর্যের জন্য ভ্রু চাঁছা কি বৈধ?

উত্তর: বৈধ নয়। কারণ ‘আল্লাহর অভিশাপ হোক সেই সব নারীদের উপর, যারা দেহাঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ করায় এবং সে সব নারীদের উপর, যারা ভ্রু চেঁছে সরু করে, যারা সৌন্দর্যের মানসে দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে, যারা আলাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে।’ (বুখারী, মুসলিম)

প্রশ্ন: হাতের নখ লম্বা করা কি হারাম?

উত্তর: হাতের নখ কেটে ফেলা প্রকৃতিগত সুন্নত। নবী (সঃ)বলেছন, “প্রকৃতিগত আচরণ (নবীগণের তারীকা) পাঁচটি অথবা পাঁচটি কাজ প্রকৃতিগত আচরণ,

(১) খাতনা (লিঙ্গাত্বক ছেদন )করা।

(২) লজ্জাস্থানের লোম কেটে পরিষ্কার করা।

(৩) নখ কাটা।

(৪) বগলের লোম ছিঁড়া।

(৫) গোঁফ ছেঁটে ফেলা।” (বুখারী, মুসলিম)

আনাস (রঃ) বলেন, “মোছ ছাঁটা, নখ কাটা, নাভির নিচের লোম চাঁছা এবং বোগলের লোম তুলে ফেলার ব্যাপারে আমাদেরকে সময় বেঁধে দেওয়া হয়েছে; যাতে আমরা সে সব চল্লিশ দিনের বেশী ছেড়ে না রাখি।” (মুসলিম ২৫৮ নং)

তাছাড়া তাতে রয়েছে জন্তু-জানোয়ার ও কিছু কাফের মহিলাদের অনুকরণ ও সাদৃশ্য অবলম্বন, যা মুসলিমের জন্য বৈধ নয়। (ইবনে বায)

প্রশ্ন: নখে নখ পালিশ লাগানো কি বৈধ?

উত্তর: নখে নখ পালিশ লাগানো বৈধ। তবে উযু-গোসলের আগে তা তুলে ফেলতে হবে। নচেৎ উযু গোসল শুদ্ধ হবে না। অবশ্য যে রঙ পানি আটকায় না, সে (আলতা বা মেহেন্দি জাতীয়) রঙ ব্যবহার করা যায়।

প্রশ্ন: বিউটি পার্লারে সুন্দরী সাজতে যাওয়া কি মুসলিম মহিলাদের জন্য বৈধ?

উত্তর:

কয়েকটি কারণে বৈধ নয়ঃ

(ক) অপ্রয়োজনে তাতে অর্থের অপচয় হয়।

(খ) পুরুষ কর্মচারীর স্পর্শ নিতে হয়।

(গ) অপরের সামনে লজ্জাস্থান খুলতে হয়।

(ঘ) সৌন্দর্যে অনেক ক্ষেত্রে কাফের মহিলাদের সাদৃশ্য অবলম্বন হয়।

(ঙ) অনেক সময় গুপ্ত ক্যামেরায় মহিলার নগ্ন ছবি ধরে রাখা ও নেটে প্রচার করা হয়।

উত্তর দিয়েছেন: আব্দুল হামীদ ফাইযী, বাংলা হাদিস (সাজসজ্জা ও প্রসাধন)

পূর্বের পর্বগুলো একসাথে- কয়েকটি ইসলামিক প্রশ্ন ও উত্তর

বিষয়: বিবিধ

১৯০৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305477
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:০৫
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২১ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:২৯
247150
কাঁচা পত্তের রস লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। ভাল থাকবনে।-Good Luck
305654
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১০:০৬
আবু জান্নাত লিখেছেন : জাযাকাল্লাহ খাইর
২৩ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৯
247347
কাঁচা পত্তের রস লিখেছেন : ধন্যবাদ। ভাল থাকবনে।-Good Luck
305764
২৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩৯
হতভাগা লিখেছেন : ০ নথ পড়ার জন্য নাক ফুঁটো করা , দুল পড়ার জন্য কান ফুঁটো করা , কপালে টিপ দেওয়া আর মুখে / গালে ফলস্‌ তিল লাগানো কি ঠিক ?

(৪) বগলের লোম ছিঁড়া।


মানে কি , টেনে টেনে ছিঁড়তে হবে ?

০ বিয়ের সাজের সময় মেয়েরা নখে যে নেইল পালিশ লাগায় তা লিক্যুইড রিমোভার ছাড়া ওঠানো কঠিন । না লাগালে কি কোন সমস্যা হবে ?

০ যদি নিজের টাকায় , মুসলিম মহিলা দ্বারা করা হয় যেখানে গোপন ক্যামেরা একেবারে না থাকে - সে সব জায়গায় কি যাওয়া বৈধ হবে সাজবার জন্য ?
308572
১২ মার্চ ২০১৫ রাত ০৯:১৫
কাঁচা পত্তের রস লিখেছেন : হাদীসের নির্দেশমতে বগলের লোম ছিঁড়ে বা তুলে ফেলতে হয়। কিন্তু আমাকে তা কষ্টকর মনে হয়। সুতরাং তা যদি কেটে বা চেঁছে ফেলি অথবা কেমিক্যাল দিয়ে তুলে ফেলি, তাহলে কোন ক্ষতি আছে কি?
উত্তর:বগলের লোম ছিঁড়ে বা তুলে ফেলতে না পারলে তা ক্ষুর বা ব্লেড দিয়ে চেঁছে ফেলা অথবা কাঁচি দিয়ে কেটে ফেলা অথবা কেমিক্যাল দিয়ে তুলে ফেলায় কোন দোষ নেই। (ইবনে জিবরীন)

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File